কালচারাল ইয়ার্ড ডেস্ক :
মারা যাওয়ার পরেও ঢাকাই চলচ্চিত্রের যে কয়জন নায়কের জনপ্রিয়তায় একটুও ভাটা পড়ে নি, বরং সময়ের সাথে সাথে বেড়েছে; তাদের কাতারে অন্যতম একটি নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। বাংলাদেশের এই প্রয়াত সুপারস্টার নায়ক, যিনি সবার কাছে মান্না নামেই পরিচিত। অধিকাংশ ভক্তরা তাকে বলেন মহানায়ক মান্না।
জনপ্রিয় চিত্রনায়ক মান্নার অভিনয় শুরু মঞ্চের মাধ্যমে। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে শোবিজ অঙ্গনে আসেন তিনি। প্রথম অভিনয় করেন ‘তওবা’ সিনেমায়। তবে ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ চলচ্চিত্রে একক নায়ক হিসেবে আবির্ভাব ঘটে তাঁর। ছবিটি ব্যবসায়িক সফলতা পায়।
নব্বই দশক থেকে মৃত্যু অবধি মান্না দুই দশক দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তিনি রোমান্টিক হিরোকে ছাপিয়ে অ্যাকশন হিরো হিসেবে পরিচিতি পান। তিনশ’র অধিক সিনেমায় অভিনয় করেছেন। নব্বই দশক ও একবিংশ শতাব্দীর প্রথম দশকে মান্নার সিনেমা মানেই হিট।
চিত্রনায়ক মান্নাকে নিয়ে আরও নিউজ
→ পুনরায় সচল মান্নার ‘কৃতাঞ্জলী কথাচিত্র’
→ চিত্রনায়ক মান্না স্মরণে ইমরানের গান
অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেয়া জনপ্রিয় এই চিত্রনায়ক ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৪ বছর বয়সে মারা যান। যেদিন তিনি মারা গিয়েছেন, সেদিন তাঁকে একনজর দেখতে পথে পথে জনতার ঢল নেমেছিলো। জনস্রোত থামাতে পুলিশ-প্রশাসনকে কাঁদানে গ্যাস ও লাঠি চার্জ করতে হয়েছেলো।
কেটে গেলো ১৩ বছর। এখনও জনপ্রিয় মান্না। মৃত্যুর এতগুলো বছর পরেও তাঁর জনপ্রিয়তায় একটুও কমে নি, বরং বাড়ছে। তাঁর জন্মদিন, মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন সময় ভক্তরা ভাসেন আবেগের সাগরে। তাকে স্বরণ করে নানা সমাজ সেবামুলক কর্মসূচি হাতে নেন তারা। পাশাপাশি তার পরকালীন মুক্তি কামনায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করেন তারা।
মান্না সম্পর্কিত আরও খবর
⇒ মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ প্রবাসী ভক্তের ব্যতিক্রমী উদ্যোগ
⇒ মহানায়ক মান্না ফ্যান ক্লাবের উদ্যোগে এফডিসিতে টানা দশ দিন ইফতার
বাংলা চলচ্চিত্র নিয়ে যেকোন আলোচনায় উঠে আসে মান্নার নাম। তার অভিনয়, চলাফেরা, সহকর্মীদের (পরিচালক, সহঅভিনেতা ও কলাকূশলী) সাথে তার ব্যবহার, বাংলা সিনেমা নিয়ে তার চিন্তা-ভাবনাসহ সব কিছু এখনও সকলের মনে দাগ কাটছে।
আরও পড়ুন : মান্না অত্যন্ত ত্যাগী শিল্পী ছিলেন: মোহাম্মদ হোসেন জেমী
মান্নাবিহীন বাংলা চলচ্চিত্রের এই দিনগুলো মোটেও ভালো কাটেনি। আজও ভালো নেই ঢাকার চলচ্চিত্রভুবন। ভালো নেই এফডিসি, ভালো নেই প্রেক্ষাগৃহ। ভালো নেই মান্নার সহশিল্পীরা। চলচ্চিত্র অঙ্গনে এখন শুধুই হাহাকার। মান্নার শূন্যতা পূরণ হয় নি আজও।