শুরু হচ্ছে কমেডি রিয়েলিটি শো ‘হা-শো’। ধারাবাহিক সাফল্যের পর অনুষ্ঠানটির ষষ্ঠ মৌসুম করতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।
গত রোববার (১০ অক্টোবর) থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। প্রতি বছরের মত এবারও ঢাকাসহ সারাদেশের সাতটি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যেই টাইটেল স্পন্সর ব্র্যান্ড মার্সেলের সাথে এনটিভির এসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানটি প্রসঙ্গে মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবির বলেন, ‘হা-শো বাংলাদেশের গ্রামসহ সব জায়গায় জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করি, এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’
এ বিষয়ে এনটিভির পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করি, আগের সব সিজনের চেয়ে এবারের সিজন সবচেয়ে ভালো হবে। এবার এই শো দিয়ে দেশের কোটি কোটি দর্শককে হাসাতে পারবো।’
মার্সেল প্রেজেন্টস হা-শো অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। মীরাক্কেল চ্যাম্পিয়ান আবু হেনা রনি এটি সঞ্চালনা করবেন।
এবারের ‘হা-শো’তে রেজিস্ট্রেশন করার নিয়ম
◊ মোবাইল ফোন থেকে : মেসেজ অপশনে গিয়ে লিখুন HS <স্পেস> যে জেলায় আছেন, সেই জেলার ইংরেজি নামের প্রথম তিন অক্ষর <স্পেস> আপনার নাম ইংরেজিতে লিখে ২৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিন।
◊ ইমেইলের মাধ্যমে : নিজের পরিচয়, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে marcelhashow6@ntvbd.com-এ ই-মেইল করুন।