কালচারাল ইয়ার্ড ডেস্ক :
মুক্তি পেলো ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘বাজি’। দীর্ঘদিন পর বাংলাদেশ-ভারতের মধ্যকার সাফটা চুক্তির মাধ্যমে টলিউডের এই চলচ্চিত্রটি শুক্রবার (১৫ অক্টোবর) ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে।
নায়ক জিৎ প্রযোজিত এই ছবিটি বাংলাদেশে আমদানি করেছে তিতাস কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার আবুল কালাম জানান, জিৎ-মিমির ‘বাজি’ মুক্তি পেয়েছে ৪৩ হলে।
জানা গেছে, গত ৩ জুন ‘বাজি’ সিনেমাটি বাংলাদেশ থেকে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই সিনেমাটি তেলেগু ব্লকবাস্টার ‘নান্নাকু প্রেমাথো’ সিনেমার রিমেক।
এতে জিৎ ও মিমি ছাড়াও অভিষেক চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, বিশ্বনাথ বসুসহ আরও অনেকে অভিনয় করেছেন। এর সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি।
আরও পড়ুন : যাচ্ছে মিলন-মৌসুমীর ‘রাত্রির যাত্রী’, আসছে জিৎ-মিমির ‘বাজি’
‘বাজি’র বিপরীতে ভারতে যাচ্ছে হাবিবুর রহমান হাবিব পরিচালিত আনিসুর রহমান মিলন ও মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পেয়েছে।
আমদানি করা এই চলচ্চিত্রটির সাথে ৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশীয় সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। সরকারি অনুদানে ‘চন্দ্রাবতী কথা’ সিনেমাটি নির্মাণ করেছেন এন রাশেদ চৌধুরী। বাংলাদেশের প্রথম নারী কবি চন্দ্রাবতীর নাটকীয় এবং বিয়োগান্তক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা।
যেসব হলে চলছে ‘বাজি’ : রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), আনন্দ, চিত্রামহল, শ্যামলী, বিজিবি, গীত সিনেমা হলে।
মুক্তি পাওয়া অন্য চলচ্চিত্রের খবর
→ প্রেক্ষাগৃহে ‘চন্দ্রাবতী কথা’, চলছে ‘পদ্মাপুরান’
এছাড়া তামান্না (সৈয়দপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীব (মানিকগঞ্জ), পূরবী (ময়মনসিংহ), মনিহার (যশোর), শঙ্খ (খুলনা), নন্দিতা (সিলেট), মধুবন (বগুড়া), সুগন্ধা (চট্টগ্রাম), শাপলা (রংপুর) ও মর্ডান (দিনাজপুর)।