কালচারাল ইয়ার্ড ডেস্ক :
প্রতিবার বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হয় দেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ । তবে এবার ঘটতে যাচ্ছে ব্যতিক্রমী ঘটনা। বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হলেও বিটিভিতে দেখা যাবে না ‘ইত্যাদি’ – এমনটাই জানিয়েছেন অনুষ্ঠান সংশ্লিষ্টরা।
জানা গেছে, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সম্প্রচারের কারণে শুধুমাত্র বিটিভি ওয়ার্ল্ডেই দেখা যাবে। বরাবরের মত রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নির্মিত হয়েছে এবারের ইত্যাদি। মোগল শাসক ঈশা খাঁ’র স্মৃতি বিজড়িত বড় সর্দার বাড়ির সামনে গত ১৪ অক্টোবর এবারের পর্ব ধারণ করা হয়।
এবারের ইত্যাদিতে থাকছে দুটি গান রয়েছে। গাইবেন কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। সোনারগাঁয়ের ইতিহাসগাঁথা ও কৃষ্টিকথা নিয়ে মনিরুজ্জামান পলাশের লেখা আরেকটি পরিচিতিমূলক গান থাকছে। সাথে থাকছে নৃত্য।
এছাড়াও বরাবরের মত বিভিন্ন নাটিকা, প্রতিবেদনসহ আরও অনেক কিছু থাকছে। এতে আমিরুল হক চৌধুরী, দিলারা জামান, সুজাতা, সোলায়মান খোকা, শবনম পারভীন, আব্দুল আজিজ, জিয়াউল হাসান কিসলু, আফজাল শরীফ, কাজী আসাদ, জামিল হোসেন, তারিক স্বপন, সাজ্জাদ সাজু, রনি, সজলসহ আরও অনেকে অভিনয় করবেন।
আরও পড়ুন : ভিন্ন আঙ্গিকে করোনাকালীন ঈদের ‘ইত্যাদি’
অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড স্পন্সর করেছে। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন রানা ও মামুন।