দেশের তিন জনপ্রিয় অভিনয় শিল্পী রিয়াজ, প্রার্থনা ফারদিন দীঘি ও আজাদ আবুল কালামের জন্মদিন আজ। গুনী এই তিন তারকা স্ব স্ব ক্ষেত্রে অভিনয় দক্ষতার মাধ্যমে সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন।
রিয়াজ-দীঘি-আজাদের জন্মদিন কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
চিত্রনায়ক রিয়াজ, ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। ১৯৯৫ সালে বাংলার নায়ক সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। এরপর এখন পর্যন্ত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তিনি সফল।
চলচ্চিত্রের পাশাপাশি অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন রিয়াজ। উপস্থাপনায়ও দিয়েছেন দক্ষতার পরিচয়।
মুক্তিপ্রাপ্ত তার সর্বশেষ ছবি মেহের আফরোজ শাওনের কৃষ্ণপক্ষ। বর্তমানে তিনি শ্যাম বেনেগালের বঙ্গবন্ধু ও দীপংকর দীপনের অপারেশন সুন্দরবন সিনেমায় কাজ করছেন।
শিশু শিল্পী থেকে এখন নায়িক প্রার্থনা ফারদিন দীঘি। শিশু শিল্পী হিসেবে প্রায় ২০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
চলতি বছর তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। টুঙ্গিপাড়ার মিয়া ভাই নামে তার আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। এখন শ্যাম বেনেগালের বঙ্গবন্ধুসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন তিনি।
মঞ্চ থেকে ১৯৮৫ সালে অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিলো আজাদ আবুল কালামের। ১৯৯৫ সালে টেলিভিশন নাটক ও ২০০০ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
অভিনেতার পাশাপাশি তিনি একজন নাট্যকার। সবুজ ভেলভেট নাটকের জন্য নাট্যকার হিসিবে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেছেন তিনি।