অবশেষে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত পুলিশি অ্যাকশন থ্রিলার ‘শান’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হলো। বৃহস্প্রতিবার চলচ্চিত্রটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানায় প্রযোজনা সংস্থা ফিলম্যান এন্টারটেইনমেন্ট।
অফিসিয়াল পোস্টারে নেই নায়ক নায়িকার ছবি। আছে কিছু অজানা চরিত্র, যাদের সবার চোখ কাপড় দিয়ে বাঁধা। একজনের কোমরের কাছে কাটা দাগ।
ইতোমধ্যে পোস্টারটি ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সর্ব মহলে হচ্ছে প্রশংসিত।
জানা গেছে, আগামী ৭ জানুয়ারী মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষিত এই ছবিটি। করোনার কারণে এর আগে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও মুক্তি পায় নি ছবিটি।
‘শান’ সিনেমাটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা এম রাহিম। এটি তার প্রথম চলচ্চিত্র। যদিও এর আগে বেশ কিছু চলচ্চিত্রে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
এর গল্প লিখেছেন ছবির প্রযোজক আজাদ খান। যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। এতে সিয়াম-পূজা ছাড়াও তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ আরও অনেককে অভিনয় করেছেন।
এ প্রসঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেছেন, ‘শান সিনেমাটি বড় একটি প্রজেক্ট। অনেক অনেক এফোর্ট দিয়ে পুরো টিম এতে কাজ করেছি। দর্শকদেরও এটি নিয়ে বেশ আগ্রহ। তাই সময় তারা খোঁজ খবর রেখেছেন। আমিও বার বার প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম কবে শান মুক্তি পাবে। করোনার কারণে ছবিটির মুক্তি পেছায়। এবার নতুন করে মুক্তির তারিখ জানানো হলো।’
তিনি জানান, সিনেমাটি নিয়ে দর্শকদের তিনিও এক্সাইটেড। পোড়ামন ২, দহন ও ফাগুন হাওয়ায় যে সিয়ামকে দেখা গেছে, এখানে দর্শক ভিন্ন এক সিয়ামকে দেখতে পাবে।