আমেরিকায় যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। শুক্রবার সকাল সাতটায় আমেরিকার নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি। ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নিতেই তিনি সেখানে যাচ্ছেন।
১৪ নভেম্বর (রোববার) নিউইয়র্ক অনুষ্ঠিতব্য এই সঙ্গীত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় অনেক তারকারা।
এ প্রসঙ্গে চ্যানেল আইয়ের ইজাজ খান স্বপন জানান, স্বাধীনতার ৫০ বছর স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে এই আয়োজন করা হয়েছে। চিত্রনায়ক শাকিব খান ছাড়াও দেশের অনেক জনপ্রিয় তারকারা সেখানে যাচ্ছেন। এই আয়োজনে দেশের ৫০ জন গুণী মানুষকে সম্মাননা জানানো হবে।