টেলিভিশন নাটকের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। অসংখ্য নাটকে তারা জুটি বেঁধে অভিনয় করেছেন। এবার আসছে নিশো-মেহজাবিনের নাটক ‘ঢাকা টু দুবাই’।
দেশের অন্যতম প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি প্রযোজিত নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মহিদুল মহিম। ইতোমধ্যেই বিশেষ এই নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ।
‘ঢাকা টু দুবাই’ নাটকে নিশোর চরিত্রের নাম মিজান ও মেহজাবীনের চরিত্রের নাম জবা। নাটকে দেখা যাবে, সদ্য বিবাহিত দম্পতি মিজান ও জবা। ঘটনাক্রমে দুইজনই শ্রমিক ভিসায় এক সাথে দুবাই যাওয়ার ভিসা পেলো। ফলে আনন্দ আর বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছেন তারা। সাথে পুরো গ্রামেও বইছে এই উচ্ছ্বাসের ঢেউ।
এ প্রসঙ্গে পরিচালক মহিদুল মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনবার চেষ্টা করেছি আমরা। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবিন আপু অসাধারণ অভিনয় করেছেন। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না। ’
শিঘ্রই নাটকটি সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানান প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।