কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ৩ সিনেমা নির্মাণ করবেন তরুণ পরিচালক হিমেল আশরাফ। আগামী বছরের শুরু থেকেই সিনেমাগুলো দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।
এই ৩টি সিনেমাই প্রযোজনা করবে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। তিনটি সিনেমার জন্য ইতোমধ্যেই নির্মাতা হিমেল আশরাফ চুক্তিবদ্ধ হয়েছেন।
২০১৯ সালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চারটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব। তার মধ্যে একটি ‘প্রিয়তমা’। গত ১৪ নভেম্বর (রোববার) আমেরিকার নিউইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে শাকিব ঘোষণা দেন নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমার। এছাড়াও শাকিব খানকে নিয়ে ‘মায়া’ নামে আরেকটি সিনেমা নির্মাণ করছেন এই পরিচালক।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খান বলেছেন, ‘আমাদের বাংলাদেশী সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্রে) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে এতোদিন শুটিং হয়ে এখানে রিলিজও হতে যেতো।’
নিউইয়র্কে শাকিবের নতুন সিনেমার ঘোষণার পর হিমেল আশরাফ ফেইসবুকে এই ৩টি সিনেমা নিয়ে একটি দীর্ঘ স্টাট্যাস দেন। সেখানে তিনি লিখেন, ‘আজ নিউয়র্কে শাকিব খান নতুন যেই সিনেমার ঘোষণা দিয়েছেন তার গল্প, সংলাপ এবং চিত্রনাট্য আমার লেখা, নির্মাণও আমার করার কথা। সিনেমার নাম এখনও অনির্ধারিত। এই সিনেমার ৭০ ভাগ চিত্রায়িত হবে নিউয়র্ক, ফ্লোরিডা, লাস ভেগাস এবং হলিউডে। ৩০ ভাগ বাংলাদেশে। আগামী বছরে এসকে ফিল্মসের ব্যানারে এই সিনেমা নির্মিত হবে।’
আরও পড়ুন : শাকিব খানের জনপ্রিয়তার শীর্ষে থাকার রহস্য
তিনি বলেন, ‘সংগত কারণে প্রশ্ন আসবে, নতুন সিনেমার ঘোষণা আসলো তাহলে পূর্বে ঘোষণা দেয়া প্রিয়তমা’র কি হবে? ২০১৭ সালে এসকে ফিল্মস থেকে প্রিয়তমা নির্মাণের ঘোষণা দেয়া হয়। প্রথমে শাকিব খানের ব্যস্ত সিডিউল জনিত কারণে সিনেমার কাজ শুরু হতে দেরি হয়। এরপর ২০১৮ তে আমি স্থায়ীভাবে আমেরিকা বসবাস শুরু করার কারণে একবার এবং ২০২০ ও ২০২১ সালে কোভিডের কারণে দুই বার প্রিয়তমা সিনেমার কাজ শুরু করার চেষ্টা করেও পেছাতে হয়।’
চিত্রনায়ক শাকিব খানের আরও খবর
⇒ নিজের অবস্থানে অনড় শাকিব
⇒ আবারও শাকিব-নুসরাত জুটি
এই নির্মাতা আরও বলেন, ‘২০২২ সালে কোন এক সময়ে প্রিয়তমার শুটিং শুরু হবে। কিন্তু সেটা ঠিক কখন, কে প্রধান অভিনেত্রী, কবে মুক্তি সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না।’
‘মায়া’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দুই সিনেমার বাইরেও এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ও সফল প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের সাথে আমি আরো একটি সিনেমা নির্মাণে চুক্তিবদ্ধ যেটার গল্প, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। নাম মায়া।’
হিমেল আশরাফ আরও বলেন, ‘এটা অস্বীকার করার কোন সুযোগ নেই যে, আমার মত নবীন, অনভিজ্ঞ এক নির্মাতার উপর বাংলাদেশ সিনেমার সবচেয়ে বড় এবং ব্যস্ত তারকা, অভিনেতা শাকিব খান এবং প্রযোজক শাকিব খান যে আস্থা রেখেছেন, তা আমার জন্য অনেক বড় অর্জন। এখানে ব্যার্থ হলে সেটা শুধু আমার জন্য ক্ষতি না, পুরো সিনেমা ইন্ডাষ্ট্রির ক্ষতি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ব্যবসা সফল ভালো সিনেমা নির্মাণের।’