কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমায় গান গাইলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন নটিয়াল। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন।
তিনি জানান, জুবিনের গাওয়া গানটি ‘অন্তরাত্মা’ সিনেমার টাইটেল সং। গানটির শিরোনাম অন্তরাত্মা।
ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে গেলো মাসে গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন। গানটির গীতিকার রবিউল ইসলাম। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন টলিউডের ইন্দ্রদীপ দাশগুপ্ত।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবির প্রযোজক আমাকে ও জুবিনকে দিয়ে গানটি করতে চেয়েছেন। বিষয়টি ছবির পরিচালক আমাকে জানান। এ নিয়ে পরিচালকের সঙ্গে অনেকবার অনলাইনে কথা হয়। ছবির নায়ক শাকিব খানও গানটির জন্য একবার ফোন দিয়েছিলেন আমাকে।’
চিত্রনায়ক শাকিব খানের আরও খবর
⇒ শাকিব খানকে নিয়ে ৩ সিনেমা নির্মাণ করবেন হিমেল আশরাফ
⇒ আবারও শাকিব-নুসরাত জুটি
ইন্দ্রদীপ আরও বলেন, ‘অনেক দিন পর পুরো বাণিজ্যিক ছবির গানের সঙ্গীত পরিচালনা করলাম। জুবিন বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় গায়ক। এ জন্য সময় নিয়ে গানটির সুর ও সঙ্গীতের কাজ করেছি। গানটির করার পর জুবিনও খুশি। ’
এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় গায়ক জুবিন নটিয়াল বলেছেন, ‘বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। “অন্তরাত্মা” ছবির টিমের জন্য শুভকামনা। ’
সোহানী হোসেনের কাহিনি ও ফেরারী ফরহাদের চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাটির দৃশ্যধারণ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
চিত্রনায়ক শাকিব খান সংক্রান্ত আরও সংবাদ : নিজের অবস্থানে অনড় শাকিব
এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের দর্শনা বণিক। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, প্রয়াত এস এম মহসিন, আল মামুন, ঝুনা চৌধুরী, মাসুম বাশারসহ আরও অনেকে।
মুক্তি প্রসঙ্গে জানতে চাইলে প্রযোজক সোহানী হোসেন জানিয়েছেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস না থাকলে এতোদিনে অন্তরাত্মা মুক্তি পেয়ে যেতো। এখন যেহেতু করোনার প্রভাব কমেছে, তাই খুব শিগগির সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আরও পড়ুন : শাকিব খানের জনপ্রিয়তার শীর্ষে থাকার রহস্য