ঢাকাই সিনেমার কিং খান শাকিব খান এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। গেলো ১২ নভেম্বর তিনি সেখানে যান। অংশ নেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। এবার শোনা গেলো নিউইয়র্কে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলিও।
আগামী ৪ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে নিউইয়র্কে যাবেন বুবলি- এমনটা নিশ্চিত করেছেন তিনি নিজেই।
শবনম বুবলি জানিয়েছেন, ৪ ডিসেম্বরের অনুষ্ঠানের জন্য তিনি নিউইয়র্কে যাবেন। তবে সেখানে তিনি সপ্তাহখানেক অবস্থানও করবেন। সেখানে ঘুরেফিরে অবকাশ যাপন করে ফিরবেন বলে জানালেন তিনি।
এর আগে শাকিব খান তার ফেইসবুকে এক স্টাট্যাসে বলেছেন, ‘১৪ নভেম্বর নিউইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে এসেছিলাম। ওই আয়োজনের পর আয়োজকদের অনুরোধে ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি ভাইবোনদের সঙ্গে দেখা করতে আগামী ৪ ডিসেম্বর আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে। এর বাইরে যুক্তরাষ্ট্রের আর কোনো অনুষ্ঠানে আমার কোনো ধরনের অংশগ্রহণ থাকছে না।’
চিত্রনায়িকা মৌসুমী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া শাহরিনসহ অভিনেতা চঞ্চল চৌধুরী, বাপ্পী চৌধুরীও এই আয়োজনে অংশ নিবেন বলে শোনা যাচ্ছে। অংশ নেবেন বড় পর্দার বেশ কিছু শিল্পীও। তবে ভিসা জটিলতায় অনেকের যাওয়া অনিশ্চিত।