চঞ্চল-সিয়াম-মিমির ‘পাপ-পুণ্য’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বৈশ্বিক মহামারী করোনার কারণে কয়েক দফায় মুক্তির তারিখ পেছানো তারকাবহুল ‘পাপ-পুণ্য’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করছেন গুনী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। বিনা কর্তনে লাভ করেছে সেন্সর সার্টিফিকেট।
জানা গেছে, অনেক আগেই শেষ হয়েছে ‘পাপ-পুণ্য’ সিনেমার দৃশ্যধারণ। কয়েকবার মুক্তি উদ্যোগ নেয়া হলেও করোনার কারণে সেটা সম্ভব হয় নি। এবার নির্মাতা নিশ্চিত করলেন, আগামী ৪ ফেব্রুয়ারি সিনেমাটি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘চলচ্চিত্রটি মুক্তির জন্য প্রস্তুত। কয়েকবার মুক্তির পরিকল্পনা করলেও মুক্তি দিতে পারি নি। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম আগামী ৪ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি দিতে চাচ্ছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মানুষের মৌলিক তাড়না নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রটির কাহিনী। ৭০ বছরের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ‘পাপ-পুণ্য’ হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সিনেমা। চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি প্রযোজনা করায় ইমপ্রেস টেলিফিল্মকে সাধুবাদ জানাই।’
‘আরও একটি কথা বলতে চাই। সব শ্রেণির দর্শকের জন্যই আমার সিনেমাটি। সবাই এটি উপভোগ করবেন বলে আমি আশা করছি।’ – যোগ করেন মনপুরা খ্যাত এই নির্মাতা।