ইভ্যালির ‘প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থআত্মসাৎ’ এর অভিযোগে মামলা হলো জনপ্রিয় তিন অভিনয়শিল্পীর বিরুদ্ধে। গেলো ৪ ডিসেম্বর গায়ক ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে ইভ্যালির গ্রাহক পরিচয়ের সাদ স্যাম এই মামলা করেন। তবে মামলার বিষয়টি ‘গ্রহণযোগ্য নয়’উল্লেখ করে তিন অভিনয়শিল্পীর পাশে দাঁড়িয়েছে অভিনয় শিল্পী সংঘ।
রবিবার সন্ধ্যায় অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটি তাদের তিন জনপ্রিয় অভিনয়শিল্পীর পাশে আছে।
সভাপতি শহিদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারে যদি কেউ অপরাধী সাব্যস্ত হয় সে তার শাস্তি পাবে। কিন্তু শিল্পীদের নাম জড়িয়ে তাদের অহেতুক বিড়ম্বনা, ব্রিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা এবং তাদের সম্মানহানি করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনৈক ব্যক্তি মামলা করেছেন। সেই মামলা আসামি তালিকায় তিনজন জনপ্রিয় অভিনয়শিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার নাম অন্তর্ভুক্ত করেছেন। যেখানে দুইজন সেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ছিলেন এবং একজন চাকুরিজীবী ছিলেন।
এ সময় তিন জনপ্রিয় অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা করার তীব্র নিন্দা জ্ঞাপন করে করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যিনি মামলাটি করেছেন তিনি ঐ প্রতিষ্ঠানে যখন লেনদেন করেছিলেন তখন এই শিল্পীরা উক্ত প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন না। শুধুমাত্র নিজেকে আলোচিত করবার জন্য এবং আমাদের অভিনয়শিল্পীদের অসম্মানিত ও বিব্রত করার অভিপ্রায়েই তাদের নাম সম্পৃক্ত করার এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি।