ছোট পর্দার তরুণ অভিনয়শিল্পী নাহার কনা। টেলিভিশন নাটকের পাশাপাশি কাজ করছেন মিউজিক ভিডিওতে। নিজের গ্লামারাস লুক আর অভিনয় গুণে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এখন ব্যস্ত সময় পার করছেন কয়েকটি নাটক এবং মিউজিক ভিডিওর কাজে। ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরও কিছু নতুন নাটক এবং নতুন মিউজিক ভিডিওতে।
অল্প সময়েই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নাহার কনা। জয় সরকারের পরিচালনায় ‘আজব রঙের মানুষ’ এবং হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘চাপাবাজ’ নাটক দু’টিতে কনার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে।
বর্তমানে নাহার কনা অভিনয় করছেন তন্ময় খান পরিচালিত ‘শেষ উপহার’, জহির খান পরিচালিত ‘আমার বাড়ি মেঘের বাড়ি’, আতিক হাসান বাবলু পরিচালিত ‘চিতকার’ এবং সাঈদ রহমান পরিচালিত ‘ভাই বিয়ে করবে’ শীর্ষক নাটকে।
টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন কনা। তবে তিনি ঢালাওভাবে নয়, গল্প পছন্দ হলেই কেবল বেছে বেছে কাজ করছেন এমনটাই জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি জানান, অনেকগুলো কাজের প্রস্তাব পেলেও গল্প পছন্দ এবং শিডিউলের জন্য সেগুলো করতে পারেন নি। ভালো গল্প পেলে যে কোনো চরিত্রে অভিনয় করার সাহসী সিদ্ধান্ত নিবেন বলেও জানান হাওড় অঞ্চল কিশোরগঞ্জের এই অভিনেত্রী।