মাহবুব লী নামের এক বাংলাদেশি তরুণ অভিনয় করেছেন কোরিয়ান সিনেমায়। সিনেমার নাম ‘বান্ধবী’। এটিই প্রথম কোনো কোরিয়ান সিনেমা যেখানে অভিনয় করেছেন বাঙালি তরুণ, একই সাথে ছবিটি বাংলা ভাষায় বাংলাদেশের প্লাটফর্মে মুক্তি পেয়েছে।
বান্ধবী সিনেমায় করিম চরিত্রে দেখা যাবে। কোরিয়ায় গিয়ে সেখানকার সিনেমার সঙ্গে যুক্ত হন তিনি। বন্ধুত্বের টানাপোড়নের গল্প নিয়ে ২০০৯ সালে কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিলো সিনেমা ‘বান্ধবী’। সিন দং ইল পরিচালিত সিনেমাটি বৃহস্পতিবার ২৫ আগস্ট রাত ৮টায় চরকিতে মুক্তি পেয়েছে।
এর আগে বুধবার ২৪ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহবুব জানান, বান্ধবী তার অভিনীত প্রথম ফিচার ফিল্ম। যা কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিলো। প্রথম দিকে ভাষা শিখতে তার খুব কষ্ট হয়েছে। কোরিয়ান ভাষার সঙ্গে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন। অনেক অনেক রিহার্সেল করতে হয়েছে তাকে।
চরিত্রের প্রয়োজনে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন সিনেমাটা বাংলাদেশে বাংলা ভাষায় সবাই দেখতে পারবে যা ভালো লাগার।
জানা যায়, ছবিটির গল্প এগিয়েছে এভাবে, পরিবারের অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশি যুবক করিমের। যে কিনা দক্ষিণ কোরিয়াতে কাজ করতে গিয়েছে। নিজের বকেয়া বেতনের আদায়ের জন্যে চেষ্টা করে যাচ্ছে সে। আর এই ভিনদেশে একা একা করিম কি পারবে মিন সু এর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে?। এমন গল্পেই দেখা যাবে ছবিটি।