বাংলাদেশের পরিচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল সম্প্রতি একটি ছবি মুক্তি দিয়েছিলেন। ঈদে মুক্তি পাওয়া ইরানি পরিচালক ও শিল্পীদের নিয়ে নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর ছিলো। এতে ঘি ঢেলে দিয়েছেন ছবিটির ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।
অনন্ত জলিলের প্রতি অভিযোগ এনে পরিচালক বলেছিলেন, ১০০ কোটি নয়, দিন দ্যা ডে ছবির বাজেট ৪ কোটি। তিনি আরও অভিযোগ করেন, ছবিটির কলা-কুশলীদের ঠিকমতো টাকা-পয়সা দেওয়া হয়নি।
শনিবার ২৭ আগস্ট বিকালে এর জবাবে একটি দীর্ঘ ভিডিও বার্তা প্রকাশ করেছেন অনন্ত জলিল। এ সময় তিনি তার ভক্ত ও একই সঙ্গে মিডিয়ার উপর ক্ষোভ ঝাড়েন। তিনি বলেন, তার ভক্ত ও মিডিয়ার আচরণ দেখে তিনি হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
তিনি বলেন, ‘সত্যতা যাচাই না করে কেমন করে ছবিটিকে ৪ কোটি টাকার বলে হাজার হাজার নিউজ করলেন আপনারা। আপনাদের যাচাইয়ের সময় নাই? অনন্ত জলিল মানেই আলোচনা-সমালোচনার কম্পিটিশন লেগে যায়।’
তিনি আরও বলেন, ‘যে কোনও দুর্যোগ হলে অনন্ত ঝাঁপিয়ে পড়ে। কারও বিপদ হলে অনন্ত ছুটে যায়। মানুষের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়ে। আমার ফ্যান ক্লাব হয়েছে। কদিন আগেও তাদের ২৫ লাখ টাকা দিয়েছি। কিছুদিন আগে সিলেটে ৩০ লাখ দিয়েছি বন্যার জন্য। ঢাবিতে বন্যার্তদের জন্য ৫ লাখ দিলাম। করোনার সময় আমি বস্তিতে বস্তিতে ঘুরেছি। আমার ওয়াইফ তার বাচ্চাদের নিয়ে সাহায্য দিয়েছে। জেলায় জেলায় ঘুরে বেড়িয়েছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নিজের জীবনের মায়া করিনি।
তিনি অভিযোগ করে বলেন, এই সময়ে এসে দেখলাম, তারা আমার জন্য আন্দোলন করে কি না। না, কেউ আমার হয়ে দাঁড়ায়নি। তারমানে আমি এতোদিন যা করেছি ভুল করেছি। মানুষের পাশে দাঁড়ানো আমার ভুল ছিলো।’
অনন্ত জলিল বলেন, ‘আপনারা আমাকে বদলে দিয়েছেন। আমার চোখ খুলে দিয়েছেন। অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন। এখন অন্য সেলিব্রেটির মতো আমিও বদলে গেছি। আমাকে আর আগের মতো আপনারা পাবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ।’