বিশেষ প্রতিনিধি:
ঢালিউডে যে ক’জন গ্লামারাস ও সম্ভাবনাময় নায়িকা রয়েছেন, তাদের মধ্যে শিরিন শিলা অন্যতম। তিনি একাধারে একজন মডেল, চিত্র নায়িকা ও নৃত্য শিল্পী। কাজ করেছেন বেশ কিছু নাটক, সিরিয়াল ও বিজ্ঞাপণে। ইতোমধেই তাঁর অভিনীত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। চুক্তিবদ্ধ হয়েছেন আরও দশের অধিক সিনেমায়। সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এই ঢালিউড সুন্দরী। ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে কালচারাল ইয়ার্ডের মূখোমুখী হন তিনি।
কালচারাল ইয়ার্ড: আপনি কেমন আছেন?
শিরিন শিলা: ভালো আছি।
কালচারাল ইয়ার্ড: চলচ্চিত্রের নায়িকা হয়ে উঠার গল্পটা শুনতে চাই
শিরিন শিলা: ছোটবেলা থেকেই নাচ করতাম। অভিনয়ের প্রতিও একসময় আগ্রহ তৈরী হয়। ২০১০ সালে ‘গুলশান এভিনিউ’য়ে অভিনয় করলাম। এরপর হিরো, বনবালা, রঙের সংসার, পণ্ডিতের মেলাসহ বেশ কিছু নাটকও সিরিয়ালে অভিনয় করেছি। তবে মুল লক্ষ্য ছিল চলচ্চিত্র। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে শুরু হয় চলচ্চিত্রের সাথে পথ চলা। একই বছর ডিসেম্বরে ‘ক্ষণিকের ভালোবাসা’ মুক্তি পায়। এরপরে ২০১৬ সালে ‘মিয়া বিবি রাজি’ এবং ‘মন জানে না মনের ঠিকানা’ নামে ২টি সিনেমা মুক্তি পায়। এখন বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষা আছে।
কালচারাল ইয়ার্ড: সেগুলো নিয়ে যদি কিছু বলেন।
শিরিন শিলা: ছটকু আহমেদ পরিচালনাধীন ডিপজলের ‘এক কোটি টাকা’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এটি কোন অ্যাকশন বা রোমান্টিক ছবি নয়, একটি ভিন্ন ধাঁচের ছবি। একটি বাচ্চা মেয়েকে ঘিরে গল্পটি। এছাড়া মোহাম্মদ আসলাম পরিচালিত ‘আমার সিদ্ধান্ত’, রাজু চৌধুরীর ‘এক মিনিট’, মমতাজুর রহমান আকবরের ‘সরি’, শাহ আলম মন্ডলের ‘দম’, এমদাদুল হক খান ‘মন নিয়ে লুকোচুরি’সহ বেশ কিছু সিনেমার কাজ চলছে।
চিত্রনায়িকা শিরিন শিলার আরও খবর
⇒ হাসপাতালে শেষ হলো ‘সাহসী যোদ্ধা’র শুটিং
কালচারাল ইয়ার্ড: আমরা শুনেছি আপনি খুব দেখে শুনে সিনেমা করেন। কথাটা কি সত্য?
শিরিন শিলা: হ্যাঁ। আমি ক্যারিয়ারের শুরু থেকেই একটু দেখে শুনে সিনেমা করি। কখনই গড্ডালিকা প্রবাহে গা ভাসাই না। আমার কাছে সিনেমার সংখ্যা খুব বড় ব্যাপার না। আমি সব সময় ছবির সংখ্যা নয়, মানের দিকে গুরুত্ব দিতে চাই।
কালচারাল ইয়ার্ড: তার মানে- আপনি মান বজায় রেখে ধীরে চলায় বিশ্বাসী ?
শিরিন শিলা: একদম ঠিক বলেছেন। কারণ গতি বেশি থাকলে স্লীপ খাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
কালচারাল ইয়ার্ড: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শিরিন শিলা: আপনাকেও ধন্যবাদ।
carry on……?????