নিজস্ব প্রতিবেদক:
আগামী ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে টেক্সওয়ার্ল্ড/ অ্যাপারেল সোর্সিং প্রদর্শনী অনুষ্ঠিত হবে। টেক্সওয়ার্ল্ড কনসাল্টেন্ট লুইস এবং গ্রেগরির সহায়তায় এতে বাংলাদেশের ফ্যাশন শো-এর আয়োজন করছেন ফরাসী ডিজাইনার আইমেরিক ফ্রাঙ্কোজ।
প্যারিসের ইএসএমওডি ইন্টারন্যাশনাল হতে অত্যন্ত সম্মানজনক গোল্ডেন নিডল পুরস্কারপ্রাপ্ত লুইস এবং গ্রেগরি টেক্সওয়ার্ল্ড এর সাথে কাজ করছেন গত ১০ বছরেরও বেশি সময় ধরে এবং তারা ইয়োরোপীয় বাজারে আমাদের পণ্য অত্যন্ত সফলতার সাথে উপস্থাপন করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
গেল বছরগুলোতে বাংলাদেশ থেকে ৪০টিরও বেশি গার্মেন্টস প্রস্ততকারক এই প্রদর্শনীগুলোতে অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে যাবের অ্যান্ড যুবায়ের (নোমান গ্রুপ) এলিট এক্সিবিটর হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের স্টলের জন্য নির্ধারিত হয়েছে টেক্সওয়ার্ল্ডের সবচেয়ে প্রিমিয়াম বা দর্শকপ্রিয় অংশ। বাংলাদেশ প্যাভিলিয়নটি প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় স্থান পেয়েছে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস বা তৈরি পোশাক প্রস্ততকারক দেশ হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে।
অন্যান্য দেশের প্যাভিলিয়নের মধ্যে আছে ভারত, পাকিস্তান, চীন, মায়ানমার, নেপাল, কম্বোডিয়া। এই এতোগুলো দেশের প্যাভিলিয়ন এক সাথে হওয়ায় এই প্রদর্শনীকে বলা হচ্ছে সোর্সিং-এর জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদর্শনী। দর্শক এবং ক্রেতারা এই প্রদর্শনীর প্রতি আগ্রহী হয়ে উঠবেন এর বিভিন্ন ধরনের দামের রেঞ্জ এবং বিভিন্ন রকমের ও ধরণের পণ্যের সমাহার দেখে।
অ্যাপারেল সোর্সিং ইউরোপের অন্যতম বৃহত্তম এবং গুরুত্ববাহী গার্মেন্টস প্রদর্শনী। যেখানে পনের হাজারেরও বেশি ব্যবসায়ী এবং ক্রেতার সমাগম হয় প্রতিবছরই। ইউরোপের যেকোনো দেশের ব্যবসায়ীদের জন্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ মিলন মেলা। এসব দেশের মধ্যে আছে যুক্তরাজ্য, জার্মানি এবং তুরস্ক। প্রতি বছর বিজিএমইএর প্রেরিত প্রতিনিধিদল এই প্রদর্শনী পরিদর্শন করেন এবং গতবারের প্রদর্শনীতে বিজিএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং মোহাম্মদ সাইফুল ইসলাম বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট জনাব নাসিরের সাথে এই প্রদর্শনীতে অংশ নেন।
টেক্সওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মি. শেরপে সম্প্রতি বাংলাদেশে সফর করেছেন এবং তিনি বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি আরও বাড়াতে আগ্রহী। সফরকালে মি. শেরপে বিজিএমইএ, ইপিবি, এবং যাবের অ্যান্ড যুবায়ের লিমিটেড সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
এই বছরের টেক্সওয়ার্ল্ডে ইপিবি আবারও অংশ নিচ্ছে সীমিত সংখ্যক বুথ নিয়ে। ইপিবি এবারে অংশগ্রহণের জন্য দিচ্ছে আকর্ষণীয় মূল্যহ্রাসও, যার পরে একটি গার্মেন্টস বুথের জন্য খরচ পড়বে তিন টাকা (৩,০০,০০০ টাকা) এবং ফ্যাব্রিক বুথের জন্য খরচ পড়বে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা (৪৭৫,০০০ টাকা)।