বিশেষ প্রতিনিধি:
খায়রুল ওয়াসী, একজন তরুণ গায়ক, গীতিকার ও সুরকার। ছোটবেলা থেকে গান নিয়ে থাকলেও পরিচিত পান চ্যানেল আই বাংলার গান ২০১৫-২০১৬ রিয়্যালিটি শো’র মাধ্যমে। এই প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানারআপ হোন। বর্তমানে সিনেমায় প্লেব্যাক, অ্যালবাম, গান লেখা, সুর করা, টেলিভিশন ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই উদিয়মান শিল্পী। সঙ্গীতাঙ্গনে উঠে আসা, তার ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কালচারাল ইয়ার্ডের সাথে কথা বলেন তিনি।
কালচারাল ইয়ার্ড: আপনি কেমন আছেন?
খায়রুল ওয়াসী: ভালো আছি।
কালচারাল ইয়ার্ড: সাংস্কৃতিক পরিমন্ডলেই আপনার বেড়ে ওঠা। গান শিখছেন ছোটবেলা থেকেই। যাদের কাছে শিখেছেন তাদের নিয়ে কিছু বলুন।
খায়রুল ওয়াসী: আমার প্রথম হাতে খড়ি মা এবং সেজো চাচা মোহাম্মদ আলীর কাছে। এরপর শ্যামল কুমার ভৌমিক এবং অবিনাশ চন্দ্র দাসের কাছে গান শিখি। এরপর ২০১০ সালে থেকে ছায়ানটের লোকসংগীত বিভাগে টানা ছয় বছর বিভিন্ন বিষয়ে তালিম নেই। এখনও প্রতিনিয়ত বিভিন্ন জনের কাছ থেকে শিখছি। কারণ শেখার কোন শেষ নেই।
কালচারাল ইয়ার্ড: এখন আপনি কি কি ধরনের কাজ করছেন ?
খায়রুল ওয়াসী: অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেছি। হারুন রুশোর পরিচালিত ‘গাঁয়ের নামটি পলাশপুর’ টেলিফ্লিম এর আবহ সঙ্গীতের সুর ও কন্ঠ দু’টোই আমার। ওয়াজেদ আলী লাভলুর পরিচালিত ‘অজানা পথ’ নামে ১২৬ পর্বের একটা ধারাবাহিক নাটকের আবহ সঙ্গীত গেয়েছি। এছাড়াও আপকামিং বেশ কিছু সিনেমার প্লেব্যাকের কাজ চলছে।
গত বছরের ভালোবাসা দিবস উপলক্ষে আমার প্রথম মিউজিক ভিডিও ‘পাগলামি’ প্রকাশিত হয়। আমার লেখা এই গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুরও আমার করা । এরপর সাউন্ডটেক থেকে ‘মানবতা’ নামে আমার একটি গান বের হয়েছে। খুব শিঘ্রই ধ্রুব মিউজিক স্টেশন থেকে তারেক আনন্দ’র লেখা ‘গোপন প্রেম’ নামে একটি গানের মিউজিক ভিডিও আসছে। এই গানের সুর ও কণ্ঠ দু’টোই আমার।
সঙ্গীতশিল্পী খায়রুল ওয়াসীর আরও খবর :
⇒ টেলিছবি ‘সাঁতার’র সূচনা সঙ্গীতে খায়রুল ওয়াসী
⇒ খায়রুল ওয়াসীর নতুন গান ‘রাজকন্যা’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের থিম সংয়ের সুর ও কণ্ঠ আমার আর সঙ্গীত আয়োজন করেন বাপ্পা মজুমদার। এছাড়া ঢাকা কলেজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ বেশ কিছু প্রতিষ্ঠানের থিম সং করা হয়েছে। এছাড়া টুকটাক টিভি শো ও স্টেজ শো করা হয়।
কালচারাল ইয়ার্ড: সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
খায়রুল ওয়াসী: আমি গান গাওয়ার পাশাপাশি সুর করি ও গান লিখি। তাই আমি আমাদের সঙ্গীত জগতকে আলাদা কিছু দিয়ে সমৃদ্ধ করতে চাই। সেটা করবো সব ধরনের গান দিয়ে। এই প্রয়াস নিয়েই আমি একটা ব্যান্ড তৈরি করেছি যার নাম ‘নগণ্য’।
কালচারাল ইয়ার্ড: আপনার ব্যান্ড ‘নগণ্য’তে আপনার সঙ্গী কারা ?
খায়রুল ওয়াসী: ভোকালে আমি, গিটার ম্যান্ডলিনে পাবেল, প্যাডে আছে শান্ত, কি-বোর্ডে নন্দন, বাংলা ঢোলে কলিম শাহ, বাঁশিতে মামুন এবং লিড গিটারে আছে শোভন।
কালচারাল ইয়ার্ড: আমাদের সময় দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খায়রুল ওয়াসী: আপনাদেরকেও ধন্যবাদ।