রেডিও ধ্বনি ৯১.২ এফএম-এ ছুটির দিনের স্পেশাল শো করছেন মীরাক্কেল তারকা এমদাদুল হক হৃদয়। তাঁর নামের সাথে মিল মিল রেখে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘জার্নি বাই জোকস্ উইথ হৃদয়’। এটি প্রতি শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এর আগে রেডিওতে অকেশনাল শো করলেও, এটাই তাঁর প্রথম কোনো রেগুলার রেডিও শো- এমনটাই জানান হৃদয়।
শো সম্পর্কে তিনি বলেন, অনুষ্ঠানের পুরো সময়টা জুড়ে আমি দৈনন্দিন জীবনের বিভিন্ন মজার বিষয় নিয়ে শ্রোতাদের সাথে কথা বলবো। শ্রোতারা এসএমএস ও ফোন কলের মাধ্যমে এই শোতে যুক্ত হতে পারবে।
অনুষ্ঠানটি রেডিও ধ্বনির ফেইসবুক পেইজেও লাইভ করা হবে।