আগামী ৯-১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রদর্শণ করা হবে অগ্রজ চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে নগরীর শহীদ মিনার সংলগ্ন কে সি দে সড়কের থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম টি আই সি’তে প্রতিদিন সকাল ১১ টা, দুপর ২ টা, বিকাল ৫ টা ও সন্ধ্যা সাড়ে সাতটার প্রদর্শন সূচীতে ছবির প্রদর্শনী চলবে।
এই প্রদর্শনীতে ছবির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে নিয়ে চট্টগ্রামের দর্শকদের মাঝে উপস্থিত থাকবেন ছবির নির্মাতা মোরশেদুল ইসলাম। ইমপ্রেস টেলিফিল্ম ও মনন চলচ্চিত্র প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন এক ঝাঁক শিশুশিল্পী। আঁখি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী জাহিন নাওয়ার হক ইশা। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছন সুর্বণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুরসহ অনেকে।
কথাসাহিত্যিক জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি গত ২২ ডিসেম্বর সারাদেশে মুক্তি পায়। গত ২৭ জানুযারি শুরু হওয়া আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবেও শিশুদের জন্য প্রদর্শন হয়।
দৃষ্টিপ্রতিবন্ধীরাও কীভাবে সুযোগ পেলে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে এমন বার্তা দেয়া হয়েছে সিনেমাটিতে। ছবির বেশ কিছু অংশ চট্টগ্রামের বান্দরবানের প্রাকৃতিক নিস্বর্গে চিত্রায়ণ করা হয়েছে। যা শিশুদের ভাল লাগবে বলে মনে করেন নির্মাতা মোরশেদুল ইসলাম। তিনি বলেন, এই ছবিটি শিশুদের। কিন্তু শিশুদের পাশাপাশি বড়রাও ছবিটি দেখে পছন্দ করবে। এটা শিশুদের অ্যাডভেঞ্চারাস করবে।
এদিকে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে বিভাগীয় শহর সিলেটে আয়োজন করা হয়েছে ‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রের প্রদর্শণী। শহরের কবি নজরুল অডিটোরিয়ামে আগামী ১৮-২০ ফেব্রুয়ারি চলবে প্রদর্শনী।
এ বিষয়ে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সিলেট শাখা এ আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। এ সময় তিনি সকল বয়সের শিশু ও কিশোরদের এ আয়োজনে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।