রোমান কবির
বাংলার প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিতে বসন্তের আগমনে গেয়েছেন আহা, আজি এ বসন্তে/এত ফুল ফুটে/ এত বাঁশি বাজে/ এত পাখি গায়……………….সুখের বসন্ত সুখে হোক সারা/দুখিনী নারীর নয়নের নীর/সুখী জনে যেন দেখিতে না পায়। শীতের জরাজীর্ণতা ঝেড়ে ফেলে প্রকৃতিতে বইছে ফাগুনের আগুন ঝরা হাওয়া। গাছের ডালে ডালে কোকিল গাইছে বসন্তের গান। ফুলে ফুলে সুশোভিত প্রকৃতি সেজেছে নতুন সাজে। গাছে গাছে নতুন পাতার সমাহার, স্নিগ্ধ সবুজ কচি পাতায় দোলা দেয় দক্ষিণা হাওয়া। ধীর গতিতে দোলা দেওয়া বাতাস বার্তা দেয় নতুন দিনের। প্রকৃতিতে চলে বসন্তকে বরণ করার ধুম।
পয়লা ফাল্গুন প্রকৃতির সঙ্গে বাঙালিরাও বসন্তকে বরণ করতে প্রস্তুত। তা-ই প্রকৃতির হেরফের হলেও বাঙালির উৎসবের পরিবর্তন হয়না। বাঙালির ঐতিহ্য ও সংষ্কৃতির একটি অপরিহার্য অংশ বসন্তবরণ উৎসব। আর এ উৎসব ছড়িয়েছে শহর থেকে গ্রামে সবখানে। তাইতো কবি বলছেন, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত/শান-বাঁধানো ফুটপাথে/পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ/কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে।
বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন শুরু হয়। নগরবাসীর মনে রং ছড়িয়ে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজন করে বসন্ত উৎসবের। সকাল ৭টায় চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসংগীতের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় বসন্ত আবাহন। এছাড়া দিনব্যাপী চলে বসন্ত বন্দনার উৎসব।
বাসন্তী রঙের শাড়ি আর ফতুয়া-পাঞ্জাবিতে নগরীতে ঢল নেমেছে তরুণ-তরুণীদের। শিশু থেকে বুড়ো সব বয়সী প্রকৃতিপ্রেমীদের উপস্থিতিও থাকে বাংলা একাডেমি আয়োজিত একুশের বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চারুকলা চত্বর, শাহবাগ, পাবলিক লাইব্রেরি, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেকসহ নগরীর স্মৃতিমাখা জায়গাগুলোতে।
বসন্তের আরও খবর
⇒ শান্তিনিকেতনে বসন্ত উৎসব
বসন্তের আগমনে প্রকৃতির সাথে দোলা লেগেছে তরুণ-তরুণীদের হৃদয়ে। প্রিয়জনকে সাথে নিয়ে বেড়াচ্ছে আর গেয়ে উঠছে -ফুল আজ না ফুটুক/ গোলাপের সুবাস আজ না ছড়াক/ কুসুমকলি আজ না হোক জীবন/তবু আজ বসন্ত………মানুষের হৃদয় আজ আনন্দে ভরে উঠুক/ দু;খগুলো সব ঝরে যাক/মানুষের মন হোক অনন্ত/আজ যে বসন্ত আজি এ বসন্তে……..।
শীতের জীর্ণতার মতো সকল কুসংস্কারকে দুরে ঠেলে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে যেন তারুণ্য। সব ভয়কে তুচ্ছ করে বাসন্তী রং শাড়ি পড়ে কপালে টিপ, হাতে চুড়ি আর খোঁপায় ফুল জড়িয়ে খোলা হাওয়ায় উড়ছে তরুনীরা। কবি মনে জেগে উঠেছে নতুন পঙক্তি। আনমনা করে দিচ্ছে প্রকৃতিপ্রেমী মানব-মানবীর মনকে।