ভাষার মাসে অনলাইনে খাঁটি বাংলা ভাষায় কথা বলা নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। ভিনদেশী কোন ভাষা ব্যবহার না করে একনাগাড়ে কে কতক্ষণ বাংলা ভাষায় কথা বলা চালিয়ে নিতে পারে এমন অভিনব বাজি চালিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। এই বাজিতে শরীক হয়েছেন নাট্যশিল্পী, অভিনয়শিল্পী সংগীতশিল্পীসহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও সর্বস্তরের অনলাইন দুনিয়ার মানুষ।
জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুর, সাফা কবির, টয়া, শেহতাজ, অভিনেতা ফুয়াদ, সুরকার ও সংগীতশিল্পী প্রিতম হাসান, অদিত রহমানসহ আরো অনেকেই বাজিতে অংশ নিয়েছেন, বাজি দিয়েছেন অনলাইন বন্ধুদেরও।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল সলুশ্যন প্রোভাইডার এ.এন.এইচ. এন্টারপ্রাইজ লিমিটেড এই প্রচারণা শুরু করে ৩১ শে জানুয়ারি। জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এর একটি ভিডিও বার্তার মাধ্যমে এ বাজি ছড়িয়ে পড়ে। ভিডিও বার্তাটিতে সাফা কবির এ.এন.এইচ. এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে তরুণ প্রজন্মের দিকে ছুঁড়ে দেয়া বাজির ঘোষণা করে এবং তার ৫ জন বন্ধুকে বাজি ছুঁড়ে দেয়।
ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা ডিজিডট লিমিটেড খাঁটি বাংলা বাজি প্রচারণার উদ্ভাবন ও বাস্তবায়ন করছে। জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা ভাষার ব্যাপারে সচেতন করে তোলা। বর্তমান প্রজন্মের ইংরেজি বা হিন্দি মিশ্রিত বাংলা ব্যবহারের উপর অর্থাৎ বাংলিশ প্রতিরোধে পদক্ষেপ নিতে এই উদ্যোগ বলে মনে করছেন আয়োজকরা।