নুসরাত ইমরোজ তিশা, একাধারে একজন মডেল, অভিনেত্রী এবং চিত্রনায়িকা। অভিনয়ের পাশাপাশি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে সংসার জীবনও সামলাচ্ছেন সমান তালে। ২০ ফেব্রুয়ারি এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন।
১০ বছর বয়সে নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা এই অভিনেত্রী ক্যারিয়ার শুরু হয় টেলিভিশন নাটকের মাধ্যমে। এরপরে তাকে কখনও ফিরে তাকাতে হয়নি। টেলিভিশন সিরিজ, ধারাবাহিক এবং একক নাটকে নিয়মিত অভিনয় করছেন। মডেল হিসেবে কাজ করছেন বিভিন্ন টিভি বিজ্ঞাপনেও।
২০০৯ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। এরপর রানওয়ে, বাহাত্তর ঘন্টা, টেলিভিশন, ডুবোশহর, অস্তিত্ব, রানা পাগলা: দ্য মেন্টাল, ডুব, হালদা, ফাগুন হাওয়ায় এবং সর্বশেষ হলুদবনি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
অভিনয় জীবনে জনপ্রিয়তার পাশাপাশি নুসরাত ইমরোজ তিশা পেয়েছেন অনেক পুরস্কার। বিভিন্ন ক্যাটাগরিতে মেরিল-প্রথম আলো ১০বার এবং চ্যানেল আই পুরস্কার পেয়েছেন ২বার। এছাড়া এনটিভি’র লন্ডন পুরস্কার, সিজেডএফভিসহ আরো অনেক পুরস্কার পেয়েছেন তিনি।