নিজস্ব প্রতিবেদক:
চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। আসল নাম মাসুদ পারভেজ। ১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। জন্ম ঢাকাতে হলেও পৈতৃক নিবাস ছিলো বরিশাল।
জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে রইলো অকৃতিম ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা।
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে নয় মাস অস্ত্র নিয়ে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধের পর ওরা ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রে নামেন। পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতে।
প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত করেন পারভেজ ফিল্মস এবং এই প্রতিষ্ঠানের ব্যানারে চাষী নজরুল ইসলাম এর পরিচালনায় নির্মাণ করেন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১জন’। ১৯৭৩ সালে নায়ক ও পরিচালক হিসেবে যাত্রা করেন। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে মাসুদ রানা চলচ্চিত্র নির্মাণ করেন। এর মাধ্যমে নায়ক হিসেবেও আত্মপ্রকাশ তাঁর।
চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সোহেল রানা। সোহেল রানা ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা ছিলেন। ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হন।
গুনাহগার, জবাব, এপার ওপার, জীবন নৌকা, যাদুনগর, নাগপূর্ণিমা, লড়াকু, বীরপুরুষ, বজ্রমুষ্ঠি, ঘেরাও, চোখের পানি, ঘরের শত্রু, শত্রু সাবধান, ভালবাসার মূল্য কত, খাইছি তোরে, রিটার্ন টিকিট, মায়ের জন্য পাগল ইত্যাদি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেন তিনি।
এছাড়া অভিনয় করেন দোস্ত দুশমন, জিঞ্জির, বারুদ, ওস্তাদ সাগরেদ, জনি, অস্বীকার, আসামি হাজির, আখেরি নিশান, জারকা, প্রতিহিংসা, প্রেমনগর, চ্যালেঞ্জ, বড় মা, নাম বদনাম, প্রেম বন্ধন, গাদ্দার, মহারাজা, সেলিম জাভেদ, স্ত্রী, প্রহরী, প্রেমের দাবি, অজান্তেসহ অনেক ব্যবসাসফল ছবিতে।