মিস্টার ইন্ডিয়া, লামহে, সাদমেসহ অসংখ্য সিনেমা দিয়ে বলিউড কাঁপানো নায়িকা শ্রীদেবী। শনিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে পাড়ি জমান পরপারে। সে সময় তিনি দুবাইতে অবস্থান করছিলেন। তাঁর অকালপ্রয়াণে বলিউড, ঢালিউডসহ সর্বত্র শোকের ছায়া। মেধাবী এই অভিনেত্রীর হঠাৎ মৃত্যু বিশ্বাস করতে পারছেন না কেউ।
তাঁর মৃত্যুর ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা না গেলেও ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে দুবাইতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শ্রীদেবীর অকাল প্রয়াণে রীতেশ দেশমুখ, রাজ কুন্দ্রা, সুস্মিতা সেনসহ টুইটারে শোক প্রকাশ করেছেন অনেকেই।
‘আম্মা ইয়ানগার আয়াপ্পান’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু। তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন শিশু শিল্পী হিসেবে। ২০১৩ সালে তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পদকে ভূষিত করা হয়।
শ্রীদেবী তাঁর ক্যারিয়ারে প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছেন। তিনি বলিউডের পাশাপাশি অভিনয় করেছেন তামিল, তেলেগু, মালায়ালাম এবং কিছু কন্নড় সিনেমায়। অগণিত বলিউডের সিনেমায় তিনি তাঁর অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। সংসারে মনযোগী হয়ে যাওয়ার পর একটি দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। পরে ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক করেছিলেন। ২০১৭ সালে শ্রীদেবীর ‘মম’ ছবিটি বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছিল। এটিই তাঁর অভিনীত শেষ সিনেমা।
শ্রীদেবী অভিনীত ‘লামহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক সিনেমার মধ্যে অন্যতম বলে মত দেন চলচ্চিত্র সমালোচকরা। ‘মিস্টার ইন্ডিয়া ২’ এবং ‘ইংলিশ ভিংলিশ ২’-এ অভিনয় করার কথা ছিলো এই অভিনেত্রীর।
বড় মেয়ে জাহ্নবী, ছোট মেয়ে খুশি ও স্বামী বণি কাপুরকে নিয়ে সুখের সংসার ছিলো তাঁর। বড় মেয়ে ‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে মডেলিংয়ে ক্যারিয়ার শুরুর চেষ্টা করছেন ছোট মেয়ে খুশি।