বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন কাহিনী নিয়ে মোক্তাদির ইবনে ছালাম নির্মাণ করলেন চলচ্চিত্র রঙ্গের দুনিয়া। মঙ্গলবার শাহবাগের জাতীয় গণ গ্রন্থাগারে বিকাল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় ছবিটি প্রদর্শিত হবে।
ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সিদ্দিকী হারুন। অভিনয় করেছেন আগুন, খায়রুল আলম সবুজ, ঝুনা চৌধুরী, স্বাধীন খসরু, শিরিন বকুল, ফারজানা ছবি, লাক্স সুপার স্টার শানেরাই দেবী শানু, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম মাহমুদ,ফরহাদ লিমন, ইমতিয়াজ তুহিন, কন্ঠশিল্পী আশিকসহ প্রায় ১৫০ জন অভিনেতা অভিনেত্রী।
গোলাম আনিস চৌধুরী ও মুকিত চৌধুরী প্রযোজিত সারা ফিল্মস এর ব্যানারে ছবিটি নির্মাণ হয়েছে।
গত ৩ ও ৪ সেপ্টেম্বর এবং ১০ ও ১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের তিন হলে মুক্তি পায় ‘রঙের দুনিয়া’। এরপর বিকল্প উপায়ে দেশে মুক্তি দেয়া হচ্ছে সিনেমাটি।
লালন শাহের পর লোক সংগীতের এক অনন্য বাউল শিল্পী শাহ আব্দুল করিম। সুনামগঞ্জের শিল্পী গানে গানে মাতিয়েছেন পুরো বাংলা। শাহ আব্দুল করিমকে নিয়ে ‘রঙ্গের দুনিয়া’-ই প্রথম চলচ্চিত্র।