অজ্ঞাতনামা ও হালদা নির্মাতা তৌকির আহমেদ এবার শুরু করতে যাচ্ছেন তার নতুন ছবি ফাগুন হাওয়া। আগামী ৭ মার্চ খুলনায় চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’ এর অনুপ্রেরণায় ছবিটি বানানো হবে। ভাষা আন্দোলনকে উপজীব্য করে বানানো ছবিটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মাণ হবে।
নির্মাতা জানান, ২১ দিন চলবে খুলনা অংশের শুটিং। এদিন ১৯৭১ সালে অবিনাশী ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু যা আজ ইউনেস্কোর স্বীকৃতিতে বিশ্বের সেরা ভাষণ, তখন আলাদা ভালো লাগা তৈরী হয়। কারণ স্বাধীনতার অন্যতম ইঙ্গিতের ভাষণের দিনে ভাষা আন্দোলনের চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে, বিষয়টি দারুন।
‘ফাগুন হাওয়া’ তৌকীর আহমেদ এর পরিচালনায় ষষ্ঠ চলচ্চিত্র। তার নির্মিত অন্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘জয়যাত্রা (২০০৪)’, রুপকথার গল্প (২০০৬)’, ‘দারুচিনি দ্বীপ (২০০৭), ‘অজ্ঞাতনামা (২০১৬)’।