‘বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশ হয়ে উঠুক উজ্জ্বল’- শ্লোগানে আগামী ৫ মার্চ সোমবার শুরু হচ্ছে ‘আনন্দ আলো চারুনীড়ম কাহিনিচিত্র উৎসব ২০১৮’। বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত ২৪টি সেরা কাহিনিচিত্র নিয়ে ৯ মার্চ শুক্রবার পর্যন্ত চলবে এই উৎসব। রাজধানীর জাতীয় গণগন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ১০ম বারের মত বসছে এই আসর।
২০০৯ সাল থেকে চারুনীড়ম নিয়মিতভাবে এ উৎসবের আয়োজন করছে। এবারও ২০১৭ সালে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত নতুন ও পুরাতন নির্মাতাদের ২৪টি এক ঘন্টার কাহিনিচিত্র নিয়ে করা হচ্ছে এ উৎসব।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রায় সবক’টি বেসরকারি চ্যানেলেই এক ঘন্টার কাহিনিচিত্র নিয়মিতভাবে প্রচার বন্ধ হয়ে যায়। চ্যানেলগুলোতে নিয়মিতভাবে এক ঘন্টার কাহিনিচিত্র প্রচারের লক্ষ্যেই চারুনীড়ম ‘এক ঘন্টার কাহিনিচিত্র বাঁচাও’ কর্মসূচি হাতে নেয় এবং বিভিন্ন চ্যানেলে প্রচারিত এক ঘন্টার কাহিনিচিত্র নিয়ে আয়োজন করে ‘চারুনীড়ম কাহিনিচিত্র উৎসব’ এবং ‘চারুনীড়ম কাহিনিচিত্র পুরস্কার’।