বিশেষ প্রতিবেদক:
রাত পোহালেই বসছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সেরা আসর একাডেমি অ্যাওয়ার্ড ‘অস্কার’। রোববার ৯০তম আসরে দেয়া হবে বিশ্বখ্যাত চলচ্চিত্র, অভিনেত্রী-অভিনেত্রী ও কলা-কুশলীদের পুরস্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এ আসরের মনোনয়ন জানুয়ারির শেষ সপ্তাহেই ঘোষিত হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। দেখা যাক কার হাতে যায় সেরার পুরস্কার।
এবারের আসরে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে মেক্সিকান পরিচালক গুইলারমো দেল তোরোর কল্পকাহিনীভিত্তিক চলচ্চিত্র ‘শেপ অব ওয়াটার’ রয়েছে শীর্ষে। ৯টি বিভাগে মনোনয়ন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইরিশ ব্রিটিশ পরিচালক মার্টিন ম্যাকডোনাগের অপরাধ-বিষয়ক চলচ্চিত্র ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’। আট বিভাগে মনোনয়ন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্র ‘ডানকার্ক’।
সেরা চলচ্চিত্র বিভাগে আরও ছয়টি চলচ্চিত্র রয়েছে। এগুলো- ইতালীয় পরিচালক লুকা গুয়াদাগনিনোর রোমান্টিক ড্রামা ‘কল মি বাই ইওর নেম’, ইংলিশ পরিচালক জো রাইটের যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ডার্কেস্ট আওয়ার’ এবং মার্কিন পরিচালক জর্ডান পিলের ভৌতিক চলচ্চিত্র ‘গেট আউট’। আরও রয়েছে পরিচালক পল টমাস অ্যান্ডারসনের ঐতিহাসিক চলচ্চিত্র ‘ফ্যানটম থ্রেড’, গ্রিটা গার্ভিকের কমেডি ‘লেডি বার্ড’ ও স্টিভেন স্পিলবার্গের ঐতিহাসিক চলচ্চিত্র ‘দ্য পোস্ট’।
সেরা পরিচালকের পুরস্কারের জন্য লড়ছেন ক্রিস্টোফার নোলান, জর্ডান পিলে, গ্রিটা গার্ভিক, পল টমাস অ্যান্ডারসন এবং গুইলারমো দেল তোরো। ‘সেরা অভিনেতা’ বিভাগে পুরস্কারের জন্য অপেক্ষা করছেন ‘কল মি বাই ইওর নেম’র তিমোথে শালামেত, ‘ফ্যানটম থ্রেড’-এর ড্যানিয়েল ডে-লুই, ‘গেট আউট’-এর ড্যানিয়েল কালুয়া, ‘ডার্কেস্ট আওয়ার’-এর গেরি ওল্ডম্যান ও আইনবিষয়ক চলচ্চিত্র ‘রোমান জে. ইসরায়েল, ইস্কয়ার’-এর অভিনেতা ডেনজেল ওয়াশিংটন।
এ বছর সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ‘শেপ অব ওয়াটার’-এর স্যালি হকিন্স, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’-এর ফ্রান্সিস ম্যাকডোরমান্ড, জীবনীভিত্তিক ব্লাক কমেডি ‘আই, টোনিয়া’-র ম্যারগট রবি, ‘লেডি বার্ড’-এর সয়ার্সি রোমান এবং ‘দ্য পোস্ট’-এর মেরিল স্ট্রিপ।
এবারের আসরে উপস্থাপনার ভার পড়েছে জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের কাঁধে। গত বছরও অস্কার অনুষ্ঠান তিনি উপস্থাপনা করেছিলেন। নতুন উপস্থাপকদের তালিকায় আরও রয়েূছেন অস্কার আইজ্যাক, লিন-ম্যানুয়েল মিরান্ডা, গিনা রডরিগুজ, ইভা মারি সেন্ট, উয়েস স্টুডি, কেলিমারি ট্র্যান এবং জেনদায়া।
অস্কারের ইতিহাসে এবারই প্রথম একজন ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে দানিলা ভেগাকে উপস্থাপনা করার সম্মান দেয়া হচ্ছে।
এখন পর্যন্ত জীবিত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চসংখ্যক অস্কার মনোনয়নের রেকর্ড সংগীত পরিচালক জন উইলিয়ামের। তিনি অস্কারে ৫১ বার মনোনীত হয়েছেন। আর পুরস্কার জিতেছেন পাঁচবার। এদিকে অভিনয়শিল্পীদের মধ্যে এখন পর্যন্ত সর্বাধিক অস্কার মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকায় তিনি ঠাঁই পেয়েছেন ২১ বার। পুরস্কার অর্জন করেছেন তিনবার। এই বছরও ‘দ্য পোস্ট’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন মেরিল। বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে সবচেয়ে বেশি অস্কার মনোনয়ন পেয়েছে ইতালির ছবি। এখন পর্যন্ত ইতালীর ১৪টি চলচ্চিত্র অস্কার পেয়েছে।