‘বাংলা, বাঙালি ও বাংলাদেশ’ স্লোগান নিয়ে গত বছর প্রকাশ পায় নির্মাতা অরণ্য পলাশের প্রথম সিনেমা ‘গন্তব্য’র পোস্টার। এবার তিনি চিলি ফিল্মস’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করলেন ১ মিনিট ৫৫ সেকেন্ডের টিজার। তবে টিজারটিতে কোনো সংলাপ রাখা হয়নি। সুন্দর সঙ্গীতে নির্বাক টিজার প্রকাশ করলেন তিনি।
এ ব্যাপারে নির্মাতা অরণ্য পলাশের মন্তব্য, দৃশ্য কেমন হলো এর একটা এক্সপেরিমেন্ট করার জন্য একটা ধারণা দেয়ার জন্য এই টিজার। এ জন্য শুধু মিউজিক বসিয়ে একটু কমার্শিয়াল ফ্লেভারে দেয়া হয়েছে এটি। এর মাধ্যমে দর্শক প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছে। মানুষ কীভাবে দেখছে ছবিটি এ বিষয়ে। শীঘ্রই এর ট্রেলার করা হবে।
ছবিটিতে দেখা যাবে, ৬ বন্ধু মিলে দেশপ্রেমের একটি সিনেমা বানায়। এটি তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মানুষকে দেখায়। এতে কিছু বাধা বিপত্তি আসলেও সাধারণ জনগণকে তারা সিনেমাটির মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। কিছু বিষয়ে তাদেরকে সচেতন করে।
এই বছরেই ‘গন্তব্য’ সিনেমা হলে দেখা যাবে বলে জানান নির্মাতা। এই ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে রয়েছেন আমান রেজা ও এলিনা শাম্মী।
সিরাজগঞ্জের যমুনা সেতুর পার্শ্ববর্তী এলাকা ও জামালপুরের বিভিন্ন লোকেশকে শুটিং করেছেন নির্মাতা। জানালেন, এই ছবির গল্পই আসলে প্রধান। আমান রেজা ও এলিনা শাম্মী কেন্দ্রীয় চরিত্র হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস, আইরিন, আফফান মিতুল ও জিয়ন। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে মাসুম আজিজ, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজি রাজু এবং কাজি শিলাকে।