চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদের ভাষা আন্দোলনের উপর সিনেমা ফাগুন হাওয়ায় অভিনয় করছেন তরুণ অভিনেত্রী নুসরাত জেরি। খুলনার পাইকগাছা এলাকায় ১০ মার্চ থেকে শুটিং চলছে এ সিনেমার। তৎকালীন সময়ের একজন নারী থিয়েটার কর্মী চরিত্রে অভিনয় করছেন জেরি।
এ বিষয়ে জেরি বলেন, মোট চারদিন শুটিং করেছি। এ ছবিতে নারী থিয়েটার কর্মীর চরিত্রে কাজ করছি, যে চরিত্রটি ভাষা আন্দোলনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ফাগুন হাওয়া ছবিতে আরও অভিনয় করছেন সিয়াম, তিশা, সাজু খাদেম, রওনক আহমেদ, হাসান, সঞ্জয় গোস্বামী, তানভীর শেখ, সূচি, রানা প্রমুখ। বলিউড অভিনেতা যশপাল শর্মা একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। পাইকগাছায় ফাগুন হাওয়া ছবির শুটিং চলবে ২৫ মার্চ পর্যন্ত।
ইতিমধ্যে জেরির অভিনীত অস্তিত্ব ছবিটি মুক্তি পেয়েছে। এছাড়া তিনি মন দেব মন নেব, বিউটি সার্কাস দুটি ছবিতেও অভিনয় করছেন। এছাড়া টেলিভিশন নাটক, টেলিফিল্ম ও বেশ কিছু শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি।