বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদের মৃত্যুর এক বছর পূর্ণ হলো আজ। গত বছর ২০১৭ সালের ২৭ মার্চ ৬২ বছর বয়সে ঢাকাই চলচ্চিত্রের এ শক্তিমান খল অভিনেতা মারা যান। একটি ছবির শুটিং করার জন্য ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রেনে উঠলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
এ অভিনেতার মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র শিল্পী, কলা-কুশলী, পরিচালক থেকে সাধারণ মানুষ। তাঁর মৃত্যুবার্ষিকীতে এফডিসিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন রাখা হয়েছে। তাঁর পরিবারও সবার কাছে দোয়া চেয়েছেন।
১৯৫৩ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। স্ত্রী পারভীন আহমেদ, দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাতকে নিয়ে ছিল সংসার। পুরো নাম মিজানুর রহমান।
শৈশবকাল থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৮ সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু। এরপর অভিনয় করেন মহানগর (১৯৮১),নয়নের আলো (১৯৮৪), সারেন্ডার (১৯৮৭), সত্য মিথ্যা (১৯৮৯), দেশপ্রেমিক (১৯৯৪), খলনায়ক (১৯৯৬), মুক্তিযুদ্ধভিত্তিক হাঙর নদী গ্রেনেড (১৯৯৭), আম্মাজান (১৯৯৯)সহ প্রায় শতাধিক চলচ্চিত্রে। ১৯৯২ সালে ত্রাস চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র ও ২০১০ সালে ওরা আমাকে ভাল হতে দিল না চলচ্চিত্রে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতার পুরস্কার জেতেন তিনি।
অভিনয় ছাড়াও ফ্রেন্ডস মুভিজ থেকে প্রযোজনা করেছেন বেশ কিছু ছবি।