আগামী ৫ এপ্রিল শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১৮। ৫ দিনব্যাপী এই নাট্যোৎসব শেষ হবে ৯ এপ্রিল। বাংলাদেশ ভারতের বেশ কয়েকটি থিয়েটার এতে অংশগ্রহণ করবে।
এ উপলক্ষে শিল্পকলা একাডেমির দু’টি ভেন্যুতে মঞ্চায়িত হবে ১০টি নাটক। জাতীয় নাট্যশালা মূল হলে ৫ এপ্রিল প্রাচ্যনটের ‘সার্কাস’, ৬ এপ্রিল পদাতিক নাট্য সংসদের ‘গুনজান বিবির পালা’, ৭ এপ্রিল আরন্যক নাট্যদলের ‘ইবলিস’, ৮ এপ্রিল আগম্বকের ‘ধলেশ্বরী অপেরা’ এবং ৯ এপ্রিল জাবি’র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘স্বপ্নরমনীগণ’ প্রদর্শিত হবে।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ৫ এপ্রিল মনিপুরী থিয়েটারের ‘ইঙাল আধার পালা’, ৬ এপ্রিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’, ৭ এপ্রিল অন্বেষা থিয়েটারের ‘জয়তুন বিবির পালা’, ৮ এপ্রিল পালাকারের ‘উজানে মৃত্যু’ এবং সর্বশেষ ৯ এপ্রিল ভারতের নাট্যজনের ‘তিন মোহনা’ প্রদর্শিত হবে।
প্রতিদিন সন্ধ্যা সোয়া সাতটায় নাটকগুলো শুরু হবে। টিকিট পাওয়া যাবে বেইলি রোডের থিয়েটার কর্নার ও শিল্পকলা একাডেমির চিলেকোঠায়।