পুরাতন বর্ষবিদায় ও নতুন বর্ষবরণ উপলক্ষে ‘চিত্রাঙ্গদা’র চার প্রদর্শনীর আয়োজন করছে স্বপ্নদল। বাংলা বছরের শেষ দিন ১৩ এপ্রিল এবং নববর্ষের দিন ১৪ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র নির্দেশনায় আছেন জাহিদ রিপন।
১৩ এপ্রিল শুক্রবার ‘চিত্রাঙ্গদা’র ২টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৬৪ তম প্রদর্শনী হবে সন্ধ্যা ছয়টায় এবং ৬৫ তম প্রদর্শনী সন্ধ্যা সাড়ে সাতটায়।
১৪ এপ্রিল শনিবারও ২টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল এগারোটায় হবে ৬৬ তম প্রদর্শনী এবং সাড়ে বারটায় ৬৭তম প্রদর্শনী।