সাহিত্য সংস্কৃতি নিয়ে চিন্তা চেতনার মানুষ এম. উমর ফারুক। তুখোড় সাংবাদিক ও কথাসাহিত্যিক এম. উমর ফারুক গীতিকার হিসেবেও এগিয়ে নিচ্ছেন তাঁর ক্যারিয়ার। আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে বাংলা গানকে রক্ষা করতে আরও ভালো গান প্রয়োজন বলে তিনি মনে করেন। এ জন্য লিখে যাচ্ছেন নতুন নতুন গান। সময়ের সাথে গান শোনার শ্রোতা কমেছে বলে তিনি বিশ্বাস করেন না। ভাল গান হলে শ্রোতারা অবশ্যই লুফে নিবেন এমনটাই মনে করেন তিনি।
সম্প্রতি কালচারাল ইয়ার্ডের সঙ্গে একান্ত আলাপচারিতায় সাংবাদিক, কথাসাহিত্যিক, নাট্যকার ও গীতিকার এম. উমর ফারুক এ সব কথা বলেন।
তিনি জানান, আগামী ঈদকে সামনে রেখে চলছে নতুন অ্যালবামের কাজ। গান লেখা ও সুরের কাজ শেষ হয়েছে। চলছে মিউজিক কম্পোজ ও রেকডিংয়ের কাজ। ইতোমধ্যে কয়েকটি গানের রেকডিং শেষ হয়েছে। নতুন এ অ্যালবামের ৮ টি গানের কন্ঠ দিচ্ছেন বাংলাদেশ বেতার রংপুরের নিয়মিত কন্ঠশিল্পী মজনু শাহ। গানগুলোর মিউজিক ভিডিও শেষ হলে বাজারে আনবেন প্রযোজনা প্রতিষ্ঠান টাচ মিডিয়া। এ অ্যালবাম শ্রোতাদের মন জয় করবেন বলে বিশ্বাস করেন এই গীতিকার।
জানা গেছে, গীতিকার এম. উমর ফারুক সংগীতা থেকে প্রকাশিত কন্ঠশিল্পী রুকনুদ্দৌলা মনার ‘নোনা জলের ঢেউ’ ও এস এস মিউজিক থেকে প্রকাশিত কন্ঠশিল্পী ভানুর ‘প্রেমের কবিতা’ অ্যালবামেও গান লিখেছেন। এই অ্যালবামগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এছাড়াও তিনি অসংখ্য গান লিখেছেন। ধারবাহিকভাবে গানগুলো প্রকাশিত হবে।
গীতিকার এম উমর ফারুক কালচারাল ইয়ার্ডকে বলেন, দেশের বিভিন্ন মনোরম লোকেশনে অল্প কিছুদিনের মধ্যে নতুন গানগুলোর মিউজিক ভিডিওর কাজ শুরু হবে। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত গীতিকার হিসেবে সমানতালে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।