এসো হে বৈশাখ, এসো এসো আবাহনে পয়লা বৈশাখের প্রথম প্রহরে রমনা বটমুলে ছায়ানটের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় রাজধানীর বর্ষবরণ অনুষ্ঠান। সকাল নয়টায় শুরু হয় চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। এ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে রমনা, শাহবাগ, টিএসসি, চারুকলা, বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীতে প্রখর রোদে বর্ষবরণের উৎসবে সবার প্রতীক্ষা যেন ছিল একটু স্বস্তির বৃষ্টির জন্য। আর সেই আহ্বানেই যেন সাড়া দিল প্রকৃতি। দিনশেষে স্বস্তির বৃষ্টি তবে যেন কিছুটা ভাটা পড়ে উৎসবে। কালবৈশাখীর ঝড় আর শিলাবৃষ্টি।
এবারের বৈশাখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ছিলো আগের তুলনায় অনেক বেশি। রাজধানীতে পয়লা বৈশাখের অনুষ্ঠানগুলো ঘুরে দেখা গেছে নগরবাসীর ভিড়। তবে আগের মতো ভুভুজেলার বিকট শব্দ নেই। কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি কাউকে। শহরবাসী স্বস্তি নিয়ে ঘুরে বেড়িয়েছে প্রিয় মানুষটিকে নিয়ে।
দেশের লোকজ ঐতিহ্যকে ধারণ করে বরাবরের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা। পেছনের সকল জরা-জীর্ণতা কাটিয়ে মঙ্গলময় ভবিষত কামনায় চারুকলা অনুষদের মূল ফটকের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। সব শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেয় এ শোভাযাত্রায়।
ঢাকা বিশ্বিদ্যালয়ের বটতলায় সংগীত বিভাগের আয়োজনে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমতলায় খেলাঘরের আয়োজনে চলে বৈশাখী উৎসব। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে বৈশাখী কনসার্ট চলে দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
শিশুপার্কের সামনে ঋষিজ শিল্পীগোষ্ঠীর আয়োজনে লোকজ সংগীতানুষ্ঠান অনুষ্ঠান। প্রভাতে শুরু হওয়া ছায়ানটের অনুষ্ঠান চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
রাজধানী শহর ঢাকার মতো সারাদেশে উৎসবমুখর পয়লা বৈশাখ পালন করা হয়। বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী কনসার্টসহ নানা আয়োজন করা হয়। চ্যানেল আই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্র্রাঙ্গনে আয়োজন করে বর্ষবরণের অনুষ্ঠান হাজারো কন্ঠে চ্যানেল আই সুরের ধারা।
সন্ধ্যার দিকে আকাশ কালো করে স্নাত হয় বৃষ্টি। তপ্ত রৌদ্রে একটু বৃষ্টি স্বস্তির পরশ বুলিয়ে যায় সবার মনে। যদিও প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাওয়াদের একটু ঝামেলাই ফেলে এ বৃষ্টি। তবুও এই বৃষ্টির অপেক্ষায় যেন ছিলো চৈত্র্যের তাপদাহে তপ্ত মানুষ।