বাংলাদেশ মহিলা সমিতির আয়োজনে ১৫ দিনব্যপী বৈশাখী নাট্যোৎসব আয়োজন করা হয়েছে। ৩ বৈশাখ (১৬ এপ্রিল) থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) পর্যন্ত। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হচ্ছে নাটক।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এ আয়োজনে অংশ নিয়েছে ১৫টি নাট্যদল। আরন্যক নাট্যদলের রাঢ়াঙ, দেশ নাটকের নিত্যপুরাণ, ঢাকা থিয়েটার মঞ্চের ঘরজামাই, থিয়েটারের মেরাজ ফকিরের মা।