নিজস্ব প্রতিবেদক :
মে মাসের ৮ তারিখ বসছে বিশ্বের অন্যতম বৃহত্তর কান চলচ্চিত্র উৎসবের আসর। এ উৎসব নিয়ে শুরু হয়েছে নানা তোড়জোড় আর হিসেব নিকেশ। কোন কোন ছবি এ উৎসবের কোন বিভাগে লড়ছে। কে পাচ্ছে সেরা পুরস্কার। এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইতিমধ্যে কাউন্ডডাউন শুরু হয়েছে উৎসবের পর্দা উঠার। আর কোন কোন ছবি প্রদর্শিত হচ্ছে এমন তালিকাও প্রকাশ করেছে উৎসব কমিটি।
ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে ৮ মে থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত চলবে এ উৎসব। ১২ দিনব্যাপী এ উৎসবের ৭১তম আসর এটি। এবারে অফিসিয়ালি ১৮টি ছবি স্বর্ণপাম অর্জনের জন্য লড়বে।
ছবিগুলো হচ্ছে ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফরহাদি’র এভরিবডি নোস। এ ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা উঠবে কান উৎসবের।
এছাড়া অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে স্টিফেন ব্রিজ এর অ্যাট ওয়্যার। ম্যাটো গ্যারন এর ডগম্যান। জ্যাঁ লুক গঁদার এর লা লিভরে দি’ ইমেজ। রেউসুকে হামাগুচি এর আসাকো।
ক্রিস্টপ অন্যার এর সরি এ্যাঞ্জেল। ইভা হুসন এর গার্লস অফ দ্যা সান। জিয়া ঝাং-কে এর অ্যাস ইজ পিওরেস্ট হোয়াইট। হিরুকাজু করে-ইডা এর সপলিফটারস। নাদিনে লাবাকি এর কাপারনামু। লি চাং-ডং এর বার্নিন। স্পিকি লী এর ব্ল্যাক্ললেন্সম্যান। ডেভিট রর্বাট মিটসেল এর অ্যান্ডার দ্যা সিলভার লেক।
জাফর পানাহি এর থ্রি ফেসেস। পাউল পাউলিকৌসি এর কোল্ড ওয়্যার। এলিস রোহোরও্যাচার এর রাজারো ফেলিস। এবি সাওকি এর ইয়োমেড্ডিনি। কিরিল সেরেবিন্নিকোভ এর লেটো (লি’ইতি)।
এছাড়া শর্টফিল্ম বিভাগে বাংলাদেশের মনজুরুল আলমের স্বল্পদৈর্ঘ্য মেঘে ঢাকা ও জসীম আহমেদের ছবি দাগ প্রদর্শিত হওয়ার জন্য মনোনীত হয়েছে।
এদিকে প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে, দি ইনক্রেডিবলস টু, জুরাসিক ওয়ার্ল্ড, ওসেন’স এইট, ফলেন কিংডম, সিকারিও টু, সোলদাদো‘সলো, আ স্টার ওয়ারস স্টোরি।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফ্যানপেজ থেকে জানা গেছে, জাজ নিবেদিত রায়হান রাফি পরিচালিত সিনেমা পোড়ামন ২ কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে প্রথম প্রদর্শনী হবে। এর ইংরেজী নাম দেয়া হয়েছে ‘হেল অ্যান্ড হেভেন’। মূল প্রতিযোগীতায় যাদের জায়গা হয়না এখানে তাদের চলচ্চিত্র প্রিমিয়ারের সুযোগ দেয়া হয়। সে হিসেবে ভাড়ার বিনিময়ে ৩৪টি স্ক্রিনিং রুমের মধ্যে ১টিতে এ ছবি প্রদর্শিত হবে।