বলিউডি আশিকি ২ সিনেমার ‘তুম হি হো’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া অরিজিৎ সিং। ‘চান্না মেরে আয়’ থেকে শুরু করে ‘ব্রেক আপ সং’ আর বোঝেনা সে বোঝেনা থেকে খেলা শেষ পর্যন্ত গান গেয়ে মাতিয়েছেন উপমহাদেশের দর্শকদের। বলিউড ও টালিউডের অসংখ্য সিনেমায় প্লেব্যাক করে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। হাল সময়ের ইয়াং ক্রেজ এই সঙ্গীত পরিচালক ও গায়কের জন্মদিন আজ ২৫ এপ্রিল।
কালচারাল ইয়ার্ডের পক্ষ থেকে অরিজিৎ সিং-কে জন্মদিনের শুভেচ্ছা।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ১৯৮৭ সালের ২৫ এপ্রিল এ শিল্পী জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন পাঞ্জবী তবে মা বাঙালি। বান্ধবী কোয়েলকে ২০১২ সালে বিয়ে করেন অরিজিৎ। এটা তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে।
২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুলে অংশ নেন। এরপর তাঁকে পিছনে তাকাতে হয়নি। কাজ শুরু করেন সঙ্গীত প্রোগ্রামার হিসেবে। এরপর সিনেমায় প্লেব্যাক। হিন্দি ও বাংলায় অসংখ্য সিনেমায় প্লেব্যাক করে নিজেকে প্রমাণ করেন তিনি। একের পর এক হিট গান জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে আসে তাঁকে।
আশিকি ২ ছবিতে ‘তুম হি হো’ গানটি গেয়ে জনপ্রিয় পান। হয়ে ওঠেন তারকা। এ গানের জন্য ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সেরা পুরুষ গায়ক হিসেবে পুরস্কার অর্জন করেন।