চোরাবালি সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকনন্দিত হন মেধাবী নির্মাতা, লেখক ও অভিনেতা হুমায়ূন কবীর সাধু। আর দশজন স্বাভাবিক গড়নের মানুষের মতো বেড়ে উঠেননি। পেয়েছেন অবহেলা ও অবজ্ঞা। তাঁর জীবনের বাস্তব ঘটনা ও উপলব্ধিতে নির্মাণ করেছেন জীবনীভিত্তিক টেলিভিশন নাটক। তিনি ছিলেন একাধারে অভিনেতা, নির্মাতা ও গল্পকার। আজ এই মেধাবী অভিনেতার জন্মদিন। কালচারাল ইয়ার্ডের পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
হুমায়ুন কবির সাধুর জন্ম চট্টগ্রামে। ৯ ভাইবোনের মধ্যে তিনি ৭ম। তিনি রেদোয়ান রনির চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি মোস্তফা সারোয়ার ফারুকীসহ বিভিন্ন নির্মাতার অসংখ্য টেলিভিশন ফিকশনে অভিনয় করেন। এছাড়া তিনি টেলিভিশন নাটকও নির্মাণ করেন। তাঁর স্বপ্ন ছিলো চলচ্চিত্র নির্মাণের।
ঊন মানুষ খ্যাত ছিলেন হুমায়ূন সাধু। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেন হুমায়ূন সাধু। ফারুকী পরিচালিত ‘ঊন মানুষ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। ‘চিকন পিনের চার্জার’ নাটকেও দুর্দান্ত অভিনয় করে সাধু।
ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রজীবন শুরু করেন। রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ সিনেমাও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন নামকরা নির্মাতার বহু নাটকে অভিনয় করেছেন তিনি। সাধু বেশকিছু নাটকও নির্মাণ করেছেন। চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন এই গুনী মানুষটি। সর্বশেষ একুশে বই মেলায় তার লেখা প্রথম গল্পের বই ‘ননাই’ প্রকাশিত হয়েছিলো।
গেলো ২০১৯ সালের ২৫ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন হুমায়ূন সাধু। এর আগে তিনি দুইবার ব্রেন স্ট্রোক করেন। মুত্যর আগমূহর্তে কথা বন্ধ হয়ে যায়। ঢাকার তেঁজগাওয়ে তাঁকে সমাহিতকরা হয়।