নব্বই দশকের সাড়া জাগানো বড় পর্দার অভিনেত্রী ও নায়িকা মুনমুন। আলোচিত-সমালোচিত এ নায়িকা এক সময়ের দাপটের সঙ্গে বড় পর্দা কাঁপিয়েছে। সেই পর্দা কাপানো নায়িকা এখন আবার ফিরছেন চলচ্চিত্রে ‘তোলপাড়’ নিয়ে। মিজানুর রহমান মিজান পরিচালিত সিনেমা ‘তোলপাড়’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে নায়িকা হিসেবে নয় খলনায়িকার ভূমিকায় তিনি অভিনয় করবেন এমনটাই জানা গেছে।
জানা গেছে, এ মাসেই শুরু হবে সিনেমার শুটিং। এর আগে তিনি একই পরিচালকের ‘রাগ’ ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন।
নির্মাতা মিজানুর রহমান মিজান বলেন, ছবির গল্পের প্রয়োজনে একজন শক্তিশালী মহিলা খল অভিনয়শিল্পী দরকার ছিল আমাদের। শুরু থেকেই মুনমুন আপার কথা মাথায় এসেছিল। এর আগেও তিনি আমার একটি ছবিতে খলঅভিনেত্রী ছিলেন। তিনি এবারও বরাবরের মতো ভাল কিছু করবেন আশা করি।
এ বিষয়ে মুনমুন জানান, আমি অভিনয়ই করতে চাই। চলচ্চিত্রে এসেছিলাম অভিনয় করতেই। তবে চলচ্চিত্রে যখন আমার অভিনয়ের সুযোগ কমে যাচ্ছিল তখনই অভিনয় ছেড়েছি। এবার আবার শুরু করছি। যখন দেখছি শিল্পীদের কদর করা হচ্ছে। আমি ভালো ছবিতে খল চরিত্রে অভিনয় করতে চাই।’
‘তোলপাড়’ সিনেমায় মুনমুন ছাড়াও আরও অভিনয় করছেন সনি রহমান ও মৌমিতা মৌ সহ অনেকেই|