শুক্রবার (৪ মে) সারাদেশে একযোগে মুক্তি পাচ্ছে উত্তম আকাশ পরিচালিত সিনেমা ‘ধূসর কুয়াশা’। হিসাম মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করেছেন। ছবিটিতে অভিনয় করেছেন নায়ক মুন্না, জনপ্রিয় নায়িকা নিপুন ও পুষ্পিতা পপি। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার ও গান।
নিজের ছবি প্রসঙ্গে নির্মাতা উত্তম আকাশ বলেন, আর দশটা কাহিনী থেকে এ ছবির কাহিনী ভিন্ন। আলাদা একটা বিশেষত্ব রয়েছে ছবিটির। যা দর্শক ছবিটি হলে গিয়ে দেখতে পারবেন।
আর এ ছবির অভিনেতা ও কলা-কুশলীরাও জানান তাদের ভাল লাগার কথা।
‘ধূসর কুয়াশা’ সিনেমায় আরও অভিনয়ে করেছেন সেলিম চৌধুরী, আমিন আজাদ, বিলাস, শিবা সানু, রিনা খানসহ অনেকে। ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন কনা, কিশোর ও ঐশী। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ ও ইমন সাহা।