সর্বকালের সব রেকর্ড ভেঙ্গেছে হলিউডের সুপার হিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। হলিউডের বিখ্যাত সব সুপারহিরোদের সম্মিলন ঘটেছে এ ছবিতে। আর সবর্বকালের সব সুপার হিরো সিনেমাকেও পেছনে ফেলে আয়ের সর্বোচ্চ রেকর্ড গড়েছে ছবিটি। মুক্তির এক সপ্তাহের মাথায় ৮০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এটি। কেবল আমেরিকাতেই মাত্র পাঁচ দিনে ছবিটির আয় ৩০০ মিলিয়ন ডলার।
জানা গেছে, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ আমেরিকায় আয় করেছে মোট ৩০৫.৯ মিলিয়ন ডলার এবং বিশ্বের অন্যান্য স্থানে আয় করেছে ৫০২.৫ মিলিয়ন ডলার। গত ২৭ এপ্রিল ‘অ্যাভেঞ্জারস’ সিরিজের নতুন এই ছবিটি আমেরিকার ৪ হাজার ৪৭৪টি প্রেক্ষাগৃহসহ সারা বিশ্বে একযোগে মুক্তি পায়। হলিউডের বিখ্যাত সব সুপার হিরো যেমন ক্যাপ্টেন আমেরিকা, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান, হাল্ক, থর, ব্ল্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী সবার সম্মিলন ঘটেছে ছবিটিতে।
থ্যানোসের বিরুদ্ধে লড়ার জন্য এ সব সুপার হিরোরা একত্র হয়েছে এই ছবিতে। পৃথিবীকে এক চরম সংকটাপন্ন অবস্থা থেকে রক্ষা করাই তাদের মুল ব্রত।
অ্যাভেঞ্জার্স সদস্যরা বক্স অফিসে তুমুল ঝড় বইয়ে দিয়েছেন যেন। সারা বিশ্বে রব উঠে ছবিটি নিয়ে। ধুম পড়ে যায় আগাম টিকিট বিক্রির। পরিবেশনা সংস্থা ওয়াল্ট ডিজনি মোশন স্টুডিওস পিকচার্স ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছেন।
বক্স অফিস মোজো ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার চীন ছাড়াই বিশ্বব্যাপী ৬৩ কোটি ডলার আয় করেছে। গত বছর ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’ ছবিটি ৫৪ কোটি ২০ লাখ ডলার ঘরে তোলে। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ উত্তর আমেরিকায় সব মিলিয়ে ৬২ কোটি ৩০ লাখ ডলারের ব্যবসা করেছে। এর সিক্যুয়েল ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ মুক্তির প্রথম তিন দিনে ঘরে তোলে ১৯ কোটি ১০ লাখ ডলার। ছবিটির মোট আয় হয়েছিল ৪৫ কোটি ৯০ লাখ ডলার।
ছবিটির মোট বাজেট ৩০ থেকে ৪০ কোটি ডলার।
বাংলাদেশে গত সপ্তাহে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই ঝড় তোলে। টিকিটের জন্য দীর্ঘলাইন আর অগ্রিম টিকিট কেনার হিড়িক। আর এ জোয়ারে শামিল হচ্ছে রাজধানীর শ্যামলী সিনেমা হল। এ সপ্তাহ থেকে শাকিব খানের চালবাজ নামিয়ে দিয়ে হলিউডের সুপার হিরোসিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এর প্রদর্শনী শুরু করেছে।