নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর ৫ম চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ (স্নাতকোত্তর ডিপ্লোমা) কোর্সের ২ বছর মেয়াদী কার্যক্রমে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ২৮ জুন পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনপত্র ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.bcti.gov.bd) পাওয়া যাবে। আবেদনপত্রটি অনলাইন থেকে ডাউনলোড করে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করা যাবে। আবেদনপত্রের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মো: রফিকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ কোর্সে পড়ানো হবে চলচ্চিত্রের ইতিহাস, ভাষা, নন্দনতত্ত্ব, সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, শব্দ সংযোজন, চিত্রনাট্য, অভিনয়, শিল্প নির্দেশনা, পরিচালনা, চলচ্চিত্র উৎপাদন, সংরক্ষণ, প্রদর্শন ও বিতরণ পদ্ধতি ইত্যাদি।
চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পারদর্শী দেশের বরেণ্য শিক্ষকমন্ডলীরা এ প্রশিক্ষণে পাঠদান করবেন। প্রশিক্ষণ সময় সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা।
আগামী ৪ জুলাই সকাল ১০টায় লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী চূড়ান্ত করা হবে। এখান থেকে ৩০ জন প্রার্থী প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ ফি প্রতি সেমিস্টার ১৫০০০ টাকা। নুন্যতম স্নাতক ও সমমান পাস এবং বয়সসীমা ৪০ বছর পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে- ০১৮৬৬১১৮৭৩১, ০১৫১১৩৯৬৯১৪ এই নম্বরে।