আগামী ২২ মে মঙ্গলবার শ্রীলংকার রাজধানী কলোম্বতে শুরু হচ্ছে সার্কভুক্ত দেশ সমূহের চলচ্চিত্র নিয়ে ৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮। উৎসবে বাংলাদেশ থেকে ৩ টি পূর্ণদৈর্ঘ্য এবং ২ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মনোনীত হয়েছে। একই সঙ্গে এ সব চলচ্চিত্র প্রদর্শণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সার্ক কালচারাল সেন্টারের ডকুমেন্টেশন অফিসার মাহিন্দা সুমনসেরা কর্তৃক প্রাপ্ত ইমেইল এর মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শণের সময় নিশ্চিত হয়েছেন বাংলাদেশী চলচ্চিত্র সমূহের যোগাযোগ সমন্বয়ক মনজুরুল ইসলাম মেঘ। তিনি এ সময়সূচি গণমাধ্যমের জন্য প্রকাশ করেছেন।
সময়সূচিতে জানানো হয়, উৎসবের দ্বিতীয় দিন ২৩ মে শ্রীলংকা সময় ৫ টা ৫ মিনিটে আকরাম খান পরিচালিত “খাঁচা” প্রদর্শিত হবে। ২৪ তারিখ দুপুর ১ টায় প্রদর্শিত হবে জসিম আহমেদ পরিচালিত “দাগ”। ২৫ তারিখ সকাল ১১ টা ৩০ মিনিটে মাস্টার বিভাগে প্রদর্শিত হবে জাতীয় পুরষ্কার প্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র র্নিমাতা মোরশেদুল ইসলাম পরিচালিত “আঁখি ও তার বন্ধুরা”। ২৬ তারিখ সকাল ১০ টায় প্রদর্শিত হবে মৃত্তিকা গুণ পরিচালিত “কালো মেঘের ভেলায়”। উৎসবের প্রতিযোগিতা বিভাগের সমাপনী চলচ্চিত্র হিসাবে ২৬ মে শ্রীংলকা সময় ৩ টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে জাতীয় পুরষ্কার প্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত “হালদা”।
এ বিষয়ে উৎসবের বাংলাদেশ অংশের সমন্বয়ক মনজুরুল ইসলাম মেঘ কালচারাল ইয়ার্ডকে জানান, ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে এই বারের শিডিউলে ২৬ টি চলচ্চিত্র স্থান পেয়েছে সার্কভূক্ত দেশসমূহ থেকে। উৎসব আয়োজক কর্তৃপক্ষ চেষ্টা করছেন মনোনিত চলচ্চিত্র সমূহ প্রদর্শন করার। সেই ক্ষেত্র শিডিউলে চলচ্চিত্র সংখ্যা বাড়তে পারে। তখন বাংলাদেশি চলচ্চিত্র সমূহের সময়সূচি পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে তৌকির আহমেদ পরিচালিত “অজ্ঞাতনামা” চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্য পুরস্কার অর্জন করে।