দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ববিতা। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন তিনি। এবার সেই ‘অশনি সংকেত’-এর ৪৫ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় আজীবন সম্মাননা দেয়া হচ্ছে বরেণ্য এই অভিনেত্রীকে।
আগামী ২ জুন কলকাতার নজরুল মঞ্চে ১৭তম টেলি-সিনে অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পুরস্কার ববিতার হাতে তুলে দেওয়া হবে। বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ববিতাকে এবার আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলি-সিনের সেক্রেটারি মৃন্ময় কাঞ্জিলাল।
আজীবন সম্মাননা দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী ববিতা। তিনি জানান, এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এই স্বীকৃতি তাঁকে অশনী সংকেতের আন্তর্জাতিক স্বীকৃতির কথা মনে করিয়ে দেয়।
‘অশনি সংকেত’ ছবিতে কাজ করার স্মৃতিচারণ করে ববিতা বলেন, ওই সময়ের বিভিন্ন ঘটনা খুব মনে পড়ছে। অশনি সংকেত ছবিটি আমাকে আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি এনে দিয়েছিল।
তাঁর আসল নাম ফরিদা আক্তার পপি। যিনি চলচ্চিত্রে ববিতা হিসেবে পরিচিতি পান। গত চার দশক বাংলা চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেন।
এ পর্যন্ত ববিতা ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
কলকাতার ১৭তম টেলি-সিনে অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পুরস্কার পাওয়ায় নন্দিত এই অভিনেত্রীকে কালচারাল ইয়ার্ডের পক্ষ থেকে অভিনন্দন।