বলিউডের স্টার অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এখন কক্সবাজারে। সোমবার সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে আসেন। প্রিয়াংকা চোপড়ার এই সফর হঠাৎই ঘটে এবং তা আবার গোপনীয়তা রক্ষা করে।
জানা যায়, ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন তিনি। তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে সড়কপথে ইনানীতে পৌঁছেন। এরপর তিনি পাঁচ তারকা রয়েল টিউলিপ হোটেলে অবস্থান করেন। সেখান থেকে বিকেল ৪টায় মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যান।
জানা যায়, মঙ্গলবার সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপরে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। ২৩ মে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এই বলিউড অভিনেত্রী। পর দিন ২৪ মে সকালে তিনি বিমান যোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরুজুল হক টুটুল।
গেলো শনিবার যুক্তরাজ্যের উইন্ডসরের সেন্ট জর্জেস চ্যাপেলে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াংকা। সেখান থেকে ফ্রান্সে কান হয়ে বাংলাদেশে এসে পৌঁছান বলিউড লাস্যময়ী এই অভিনেত্রী।