দলছুট ব্যান্ডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। কয়েকদিন ধরে তাঁর সম্পর্কে একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো মিডিয়ায়। স্ত্রীর নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনীর সঙ্গে বিচ্ছেদ ঘটছে তাঁর। নতুনভাবে অভিনেত্রী তানিয়ার সঙ্গে গাঁটছারা বাঁধছেন তিনি। বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনই যে সত্যি তা এবার পুরোপুরিভাবে স্বীকার করলেন বাপ্পা মজুমদার। তিনি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ সত্য প্রকাশ করেছেন। এই মাধ্যমে তিনি জানিয়েছেন চলতি বছরের ৯ জানুয়ারি চাঁদনীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। আর তানিয়ার সঙ্গে ইতিমধ্যে বাগদান সম্পন্ন করেছেন।
অভিনেত্রী চাঁদনীর সঙ্গে প্রেমের সূত্র ধরে ২০০৮ সালে দু’জনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু দশ বছরের মাথায় বিচ্ছেদ হলো তাদের। বাপ্পা মজুমদার বলেন, জীবন তার নিজের গতিতে চলে। সময় কারো নিজের ইচ্ছায় চলে না। সময় খুব খেয়ালি। জীবন সময় কখন কাকে কোথায় নিয়ে ফেলে বোঝা মুশকিল। অনেক বছর একসাথে থেকে, থাকার চেষ্টা করে অবশেষে হার মানতে হয়েছে আমার আর চাঁদনীর। আমরা পারি নি আমাদের সংসার নিয়ে বাকি জীবন কাটাতে। কোনো অভিযোগ কিংবা অসম্মান আমার চাঁদনীর প্রতি নেই, এমনকি চাঁদনীর ও আমার প্রতি কোনো অসম্মানবোধ আছে বলে মনে করি না। যা হয়েছে তা ভাগ্যের লিখন মনে করি। গত ৯ অক্টোবর ২০১৭ আমাদের ডিভোর্সের আইনী প্রক্রিয়া শুরু হয় আর শেষ হয় ৯ জানুয়ারি ২০১৮ তে বিবাহের সমাপ্তিতে। আর আমরা আলাদা ছিলাম তাও ১ বছরের একটু বেশি সময় ধরে।
তানিয়ার সঙ্গে বাগদানের গুঞ্জন বিষয়েও বাপ্পা মজুমদার লেখেন, তানিয়া আমার বন্ধু। দারুণ একজন বন্ধু। তানিয়ার সাথে আমার যোগাযোগ এবং ভালোলাগাও। এর সূত্র ধরেই অতিসম্প্রতি আমি আমার ভাবনা তানিয়াকে জানাই, তানিয়াও তার ভাবনা আমাকে জানায়। আমরা আমাদের পরিবারের সান্নিধ্য ছাড়া জীবনে চলতে চাই না। তাই দুই পরিবারের সিদ্ধান্তে একান্তই পারিবারিকভাবে আমাদের বাগদান হয়।