নদী ও নারীর গল্প নিয়ে তৈরি বাংলাদেশের সিনেমা ‘হালদা’। চট্টগ্রামের হালদা নদী ও একে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা মানুষদের নিয়ে হালদা সিনেমা নির্মাণ করেছেন তৌকির আহমেদ। গত বছরের শেষে ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া ফেলে ছবিটি। দেশে ও বিদেশে বেশ কয়েকটি বিভাগে পুরস্কারও পায় হালদা। তবে তৌকির আহমেদের হালদা এবার সব পুরস্কারকে ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন সার্ক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে চারটি পুরস্কার।
শ্রীলংকার রাজধানী কলম্বোতে ২২ মে শুরু হয় ৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮। ২৭ মে পর্দা নামল এ আয়োজনের। এ আয়োজনের শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ আবহ সংগীত এ চার বিভাগে পুরস্কার অর্জন করেন তৌকির আহমেদের ‘হালদা’। রোববার রাতে হালদা চলচ্চিত্রের অফিশিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
হালদার এ অর্জনে সহধর্মিনী অভিনেত্রী বিপাশা হায়াত, অভিনেত্রী রুনা খানসহ চলচ্চিত্র অঙ্গনের সতীর্থরা তৌকির আহমেদকে অভিনন্দন জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীসহ চলচ্চিত্র প্রেমী শত শত মানুষ তৌকির আহমেদকে অভিনন্দন জানান। বাংলা চলচ্চিত্রের এ অর্জনে বাহবা দেন সবাই। হালদার এ সাফল্যে কালচারাল ইয়ার্ডের পক্ষ থেকে তৌকির আহমেদ ও হালদা টিমকে অভিনন্দন।
গত বছরে অনুষ্ঠিত ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার পান তৌকির আহমেদ। আর হালদা সিনেমাটির জন্য গত জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্যানোরোমা বিভাগে শ্রেষ্ঠ নির্মাতা হন তৌকির আহমেদ।
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। পাশাপাশি ছবিটি সেরা কাহিনীকার এবং সেরা খল-অভিনেতার পুরস্কার জিতে নেয়।
তৌকির আহমেদ এর আগে জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, রুপকথার দেশে ও অজ্ঞাতনামা নির্মাণ করেন। তাঁর নির্মিত প্রতিটি ছবিই দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। এক সময়ের দাপুটে এ অভিনেতা চলচ্চিত্র নির্মাণেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে যাচ্ছেন।